• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথকে টেক্কা দিতে গিয়ে ফ্লপ জয়েশভাই জোরদার! স্ক্রিপ্ট নাকি অভিনয়, এই কারণে ব্যর্থ রণবীর

দক্ষিণী সিনেমার রমরমা বাজারে পিছিয়ে নেই বলিউডও। তাই সাউথের সুপারস্টারদের টেক্কা দিতে নিত্যনতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড তারকারাও। তেমনি গত শুক্রবারেই রিলিজ করেছে যশরাজ (Yashraj Films) ব্যানারের রণবীর সিং (Ranveer Singh) অভিনীত সিনেমা জয়েশভাই জোরদার (Jayeshbhai Jordar)। কিন্তু আশ্চর্যজনকভাবে মুক্তির প্রথম দিন থেকেই কার্যত মুখ থুবড়ে পড়েছে রণবীর অভিনীত এই সিনেমা।

দর্শকদের প্রত্যাশায় জল ঢেলে এই ছবি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে মাত্র ৩ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। শুধু তাই নয় ছবি মুক্তির পর থেকে বিগত ৫ দিনে টেনেটুনে মোটে ১৫ কোটির ব্যবসা করেছে। যা যশ রাজ ব্যানারের মতো হাই প্রোফাইল প্রোডাকশন হাউসের সিনেমা হিসাবে অত্যন্ত নগন্য। এরফলে একথা একপ্রকার নিশ্চিত যে রণবীর সিংয়ের মতো তারকা থাকা সত্ত্বেও সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

   

যশরাজ,Yashraj Films,রণবীর সিং,Ranveer Singh,জয়েশভাই জোরদার,Jayeshbhai Jordar,ফ্লপ,Flop,কারণ,Reason

আর অদ্ভুত ভাবে সিনেমাটি নিয়ে শুরু তে সিনেমাপ্রেমীদের প্রবল আগ্রহ তৈরি হলেও সিনেমা মুক্তির পর দেখা যাচ্ছে সিনেমাটি  রানওয়ে ৩৪, হিরোপন্তি ২ এবং  জার্সির মতো কম অর্থ উপার্জনকারী সিনেমা গুলির তালিকায় এসে সামিল হয়েছে। তবে ইদানীং রণবীর সিং অভিনীত জয়েশভাই জোরদার ফ্লপ হওয়ার পিছনে থাকা বেশ কয়েকটি কারণ জানা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে জয়েশভাই জোর্দার ফ্লপ হওয়ার পিছনে থাকা একাধিক কারণগুলির মধ্যে প্রথমেই যে কারণ টি উঠে আসছে তা হল এই সিনেমার অত্যন্ত সাদামাটা ট্রেলার। সাধারণত যে কোনো সিনেমা প্রসঙ্গে দর্শকদের প্রথম আগ্রহ তৈরি হয় সেই সিনেমার ট্রেলার দেখে। কিন্তু রণবীর অভিনীত এই সিনেমার ট্রেলার টাই ছিল অত্যন্ত কম উত্তেজনাপূর্ণ।

যশরাজ,Yashraj Films,রণবীর সিং,Ranveer Singh,জয়েশভাই জোরদার,Jayeshbhai Jordar,ফ্লপ,Flop,কারণ,Reason

শুধু তাই নয়, নির্মাতারা সিনেমার ট্রেলারেই পুরো গল্প বর্ণনা করেছেন। তৃতীয়ত, এই সিনেমার স্ক্রিপ্ট ছিল অত্যন্ত দুর্বল। এছাড়া আজকাল সাউথের সিনেমায় যেমন লার্জার দ্যান লাইফ বিষয়টির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, তার ছিটেফোঁটাও নেই এই সিনেমায়। ফলত বড় পর্দায় এ হেন উপভোগ করার মতো কোনো কারণ খুঁজে পাননি দর্শক। এছাড়া সিনেমার বিষয়বস্তু ছিল অত্যন্ত পুরনো, একঘেয়ে।

site