• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ বছরের বিবাহিত জীবনে আজও নিঃসন্তান রামচরণ! নিজেই কারণ প্রকাশ্যে আনলেন অভিনেতা

Published on:

দক্ষিণী সিনেমা,South Indian Film,রামচরণ,Ramcharan,উপাসনা,Upasona

দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমার (South Indian Film) রমরমা বাজার। একটা সময় যে ফিল্ম ইন্ডাস্ট্রি আঞ্চলিক ভাষার সিনেমা তৈরি করে কোণঠাসা হয়েছিল। এখন সেই ইন্ডাস্ট্রিই দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী লাভ করেছে বিপুল জনপ্রিয়তা। সাউথের তারকাদের নিয়ে এখনকার দিনে ভক্তদের উৎসাহের অন্ত নেই। সাউথের সুপারস্টার হলেন রামচরণ (Ramcharan)। তিনি নিজে যেমন অভিনেতা, তেমনি তার বাবা হলেন সাউথের মেগাস্টার চিরঞ্জীবী। তাই তার জীবনে স্টারডমের কমতি নেই।

দক্ষিণী সিনেমাপ্রেমীদের কাছে রামচরণের জনপ্রিয়তা আগেও ছিল তবে কিছুদিন আগে এসএস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত আর আর আর (RRR) সিনেমায় অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাউথের এই সুপারস্টার। তাই তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহলের সীমা নেই।  বিশেষ করে অভিনেতার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সমস্ত বিষয়েই জানতে ব্যাপক আগ্রহী তাঁর অসংখ্য অনুরাগী।

 

দক্ষিণী সিনেমা,South Indian Film,রামচরণ,Ramcharan,উপাসনা,Upasona

এমনিতে অনেকেই মনে করেন  তারকাদের জীবন যেন বইয়ের খোলা পাতার মত। তাই তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি যে কোন বিষয়ে জানার জন্য কার্যত মুখিয়ে থাকেন ভক্তরা। ব্যতিক্রম নন সাউথের রামচরণও। ব্যক্তিগত জীবনে এই অভিনেতা আজ থেকে ১০ বছর আগে বিয়ে করেছিলেন তারই ছোটবেলার বন্ধু উপাসনাকে (Upasona)।  কিন্তু বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন সন্তান নেই তাদের।

দক্ষিণী সিনেমা,South Indian Film,রামচরণ,Ramcharan,উপাসনা,Upasona

এই বিষয়টাই সম্প্রতি প্রকাশ্যে আশায় অসংখ্য মানুষের প্রশ্নবানে জর্জরিত হয়েছেন রামচরণ এবং তার স্ত্রী উপাসনা। তাদের কাছে সকলের একটাই প্রশ্ন কেন কি কারণে তাদের বাচ্চা নেই (No Child)? আর এপ্রসঙ্গে রামচরণের  স্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুলচর্চা। আসলে এদিন সন্তান না নেওয়ার কারণ জানাতে গিয়ে রামচরণের  স্ত্রী বলেছেন তাদের সন্তান নেই এবং হওয়ার কোন সম্ভাবনা নেই।  কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে তারা সন্তান নিতে চান না।

দক্ষিণী সিনেমা,South Indian Film,রামচরণ,Ramcharan,উপাসনা,Upasona

এ প্রসঙ্গে রামচরণের স্ত্রী উপাসনা সদগুরু কথাও তুলে ধরেছেন। সদগুরুর মতে মানুষ নিজের কার্বন পদে চিহ্ন নিয়ে চিন্তিত কিন্তু যদি মানুষের পদচিহ্ন  কমে যায় তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও চিন্তা করার দরকার নেই।  তাই এমন মহিলাদের দেখে ভালো লাগছে যারা প্রজনন না করাকে বেছে নিয়েছেন। সদ্গুরুর এই উপদেশে শুনে উপাসনা নাকি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন এই সদ্গুরুর সাথে তিনি তার মা এবং তার শাশুড়ি মায়ের দেখা করাবেন।

দক্ষিণী সিনেমা,South Indian Film,রামচরণ,Ramcharan,উপাসনা,Upasona

এপ্রসঙ্গে মুখ খুলে ছিলেন রামচরণ নিজেও। অভিনেতা জানিয়েছেন  সন্তান নিতে তিনিও যে ইচ্ছুক নন।  একথাই জানিয়ে অভিনেতা বলেছেন তিনি মেগাস্টার চিরঞ্জীবীর ছেলে তাই তার কিছু দায়িত্ব আছে ভক্তদের প্রতি। আর এই মুহূর্তে তিনি যদি একটি পরিবার শুরু করেন তাহলে তিনি নাকি তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হবেন। তাই রামচরণ নিজের এবং তার স্ত্রী উপাসনার কয়েকটি লক্ষ্যের কথা মাথায় রেখে আপাতত কিছু বছর সন্তান নেওয়া থেকে নিজেদের বিরত রাখতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥