• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহাগুরু’ হয়েও কেন ডান্স বাংলা ডান্স থেকে ১০ বছর দূরে? অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

Published on:

Mithun Chakraborty Dance Bangla Dance

দীর্ঘ ১০ বছর (10 years) পর নিজেরই ঘরে ফিরছেন বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর মাত্র হাতে গোনা দশ দিনের অপেক্ষা। তারপরেই জি বাংলার পর্দায় আসতে চলেছে জনপ্রিয় নন ফিকশন রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। প্রথম সিজনের পর আবারও এই আসন্ন সিজনে মহাগুরুর (Mohaguru) আসনে বসতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

তবে ডান্স বাংলা ডান্সের মঞ্চে ফিরতে এত বছর লাগলো কেন মিঠুনের? এতদিন মহাগুরু মিঠুন কে কেন দেখা যায়নি এই রিয়ালিটি শোতে? এই প্রশ্ন এতদিনে বহুবার ঘুরেফিরে এসেছে দর্শকদের মনে। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেই।

Mithun Chakraborty is making a comeback in Dance Bangla Dance after 10 years 

মিঠুন জানিয়েছেন, জি বাংলার ভাবনাকে ধার করেই নাকি জাতীয় স্তরে জি টিভিও ডান্স ইন্ডিয়া ডান্স শুরু করে। আর সেখানেই বাংলা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে সেসময় মুম্বাই যাওয়ার পিছনে বিশেষ উদ্যেশ্য ছিল মিঠুনের নিজেরও।

কিন্তু সেটা কি? সেই উত্তরও এদিন দিয়েছেন অভিনেতা। মিঠুনের কথায় ‘আমার উদ্দেশ্যে ছিল অন্য। কিছু বছর আগে পর্যন্তও সকলে প্রশ্ন করতেন এই শিশুগুলোর ভবিষ্যৎ কি? ডান্সার? গান গাওয়া চলে, কিন্তু নাচ সেভাবে গ্রহণ করে না কেউ। এই মিথকে ভাঙতেই চেয়েছিলাম আমি। বহু ডান্সারের জন্ম হয়েছে এই সব স্টেজে। এখন আর এসব প্রশ্ন আমায় শুনতে হয় না। আমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে’।


জানা যাচ্ছে নতুন মরশুমে ডান্স বাংলা ডান্স অংশ নেবে মোট ২৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে থাকছেন ১২ জন প্রাপ্তবয়স্ক প্রতিযোগী এবং ১২ জন ১৮ বছরের নীচের কিশোর-কিশোরী। গতবারের মতো এবারেও বিচারকের আসনে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ বলি সুন্দরী মৌনি রায়।

যেমনটা জানা যাচ্ছে আগামী ১১ ফ্রেব্রুয়ারি থেকেই প্রতি শনি রবি রাত সাড়ে ৯’টায় টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই রিয়ালিটি শো। এছাড়া এবারেও এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় থাকছেন টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরা। এখন অপেক্ষা গানের রিয়েলিটি শো শুরু হওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥