প্রেমের মরশুমেই ভালোবাসায় ভরপুর এক ভিন্ন ধরনের রিয়ালিটি শো “ইসমার্ট জোড়ি” নিয়ে আসছেন টলিউড সুপারস্টার জিৎ। অভিনব এই শোয়ের মধ্যে দিয়ে রোম্যান্সে ভরপুর তারকা জুটিদের ভালোবাসার গল্প শোনাতে আসছেন অভিনেতা। বড়পর্দায় জিৎ মানেই রোম্যান্সের কিং। তাই তাঁর অনুরাগীদের কাছে জিৎ আর প্রেম সমার্থক। এবার বড় পর্দার ‘লাভার বয়’ ছোট পর্দায় আসছেন প্রেমের এই শো সঞ্চালনা করতে।
এই প্রথম ছোট পর্দায় সঞ্চালনার মাধ্যমে হৃদয়ের কথা বলতে চলেছেন অভিনেতা। তাই বিষয় যেহেতু প্রেম তাই এই শো নিয়ে শুরু থেকেই দারুন উচ্ছসিত জিৎ। সম্প্রতি এই রিয়ালিটি শো নিয়ে দর্শকদের প্রতি বার্তা দিয়ে জিৎ বলেছেন ‘‘যাঁরা এত দিন ধরে ভালবেসে এসেছেন একে অন্যকে তাঁরা আগামী দিনগুলোতেও একই ভাবে ভালবাসুন পরস্পরকে। যাঁদের প্রেমে ভাটা তাঁরা শো দেখে শিখে নিন, কী ভাবে ভালবাসতে হয়!’’
বড় পর্দার সুপারস্টার ছোট পর্দায় সঞ্চালনায় তাই তাকে নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উচ্ছাস রয়েছে চোখে পড়ার মতো। এদিনের সাক্ষাৎকারে শো সম্পর্কে সঞ্চালক জিৎ বলেছেন, ‘‘প্রথম সিজন তারকা দম্পতিদের নিয়েই। হয় স্বামী নয় স্ত্রী তারকা হবেন। বিভিন্ন ধরনের খেলা বা কাজ করতে হবে তাঁদের। এ ভাবেই তাঁরা এগিয়ে যাবেন এক পর্ব থেকে আরেক পর্বে। তবে এই খেলার আদল ‘বিগ বস’-এর মতো নয়। পরবর্তী সিজন থেকে হয়তো সাধারণ দম্পতিরা অংশ নিতে পারবেন।’’
‘সুপার সিঙ্গার ৩’-এর বদলে আগামীকাল অর্থাৎ ২৬ মার্চ থেকেই শনি এবং রবিবার স্টার জলসার পর্দায় রাত সাড়ে ন’টা থেকে দেখা যাবে এই শো। এই সিজন চলবে চার-পাঁচ মাস ধরে। তবে ছোট পর্দার তুমুল ব্যস্ততার মধ্যেও কিন্তু সমানতালে বড় পর্দায় অভিনয় করবেন জিৎ। জিৎ-এর কথায় ‘‘রিয়্যালিটি শোয়ে রোমান্স করতে করতে এমনিতেই চাঙা হয়ে যাব। তখন আরও বেশি করে কাজের উৎসাহ পাব।’’
এদিন কথায় কথায় জিৎ জানান বছরে তিন থেকে চারটি ছবি করবেন তিনি। সেই লক্ষ্যেই গুছিয়ে নিয়েছেন তাঁর সময়, এবং কাজ প্রসঙ্গত এই শোয়ে অংশ নেওয়ার কথা ছিল সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। তিনি বুধবার এসে দুটো এপিসোডের শুটিং ও করেছিলেন। তাই এদিন জিৎ জানান প্রয়াত অভিনেতা কে মোট দুটি এপিসোডে দেখা যাবে।