• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেলুন ফাটাতে গিয়ে ঠোঁট ফাটল ছোট ঠাকুরের! রসিকতার সুরে উত্তর চুমু খেতে গিয়ে এমন অনেক কেটেছে

Published on:

Ismart Jodi,ইসমার্ট জোড়ি,Jeet,জিৎ,Sushmita,সুস্মিতা,Sourav Saha,সৌরভ সাহা,Funny Game,মজার খেলা,Viral Video,ভাইরাল ভিডিও

এখন সপ্তাহ জুড়ে বাংলার বিনোদনমূলক চ্যানেল গুলোতে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। তাই সপ্তাহ শেষে দর্শকদের স্বাদ বদল করতে দেখানো হয় নানান ধরনের নন ফিকশন রিয়ালিটি শো। সদ্য স্টার জলসায় শুরু হয়েছে নতুন সেলিব্রেটি রিয়ালিটি শো ইসমার্ট জোড়িৎ (Ismart Jodi) । বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, গায়- গায়িকা,খেলোয়াড় থেকে শুরু করে এই শোতে অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাদাম কাকুও।

শুরু থেকেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে এই শো। সেলিব্রেটি কাপলদের নিয়ে তৈরি এই শো’তে দর্শকদের মন জয় করতে প্রতি সপ্তাহেই থাকে নানান মজার খেলা। থাকে নিত্যনতুন চ্যালেঞ্জ। কখনও অন ক্যামেরা স্বামী স্ত্রীর সাবলীলভাবে চুমু খাওয়ার চ্যালেঞ্জ,আবার কখনও চোখ বন্ধ করে শুধু মাত্র ছুঁয়ে নিজের জীবনসঙ্গী খুঁজে বার করা। আবার অনেক সময় তারকাদের পরিবারের মানুষদেরও নিয়ে আসা হয় শোতে।

Ismart Jodi,ইসমার্ট জোড়ি,Jeet,জিৎ,Sushmita,সুস্মিতা,Sourav Saha,সৌরভ সাহা,Funny Game,মজার খেলা,Viral Video,ভাইরাল ভিডিও
এই শোতেই নিজের স্ত্রী সুস্মিতা (Sushmita) কে নিয়ে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার করুণাময়ী রানি রাসমণি খ্যাত ছোটো ঠাকুর অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। সম্প্রতি শোয়ের একটি পর্বে বেলুন ফাটানোর মজার খেলা খেলতে গিয়ে নিজের মুখ ফাটিয়ে রক্তারক্তি কান্ড ঘটিয়ে ফেলেছেন অভিনেতা। যা দেখে সৌরভের স্ত্রী সহ উদ্বিগ্ন হয়ে পড়েন খোদ সঞ্চালক জিৎ (Jeet)-ও। ছুটে আসেন শোয়ে সৌরভ সুস্মিতার প্রতিদ্বন্দ্বি রাজা, (Raja) মধুবনীও (Madhubani)।

Ismart Jodi,ইসমার্ট জোড়ি,Jeet,জিৎ,Sushmita,সুস্মিতা,Sourav Saha,সৌরভ সাহা,Funny Game,মজার খেলা,Viral Video,ভাইরাল ভিডিও
আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় শোয়ের একটি পর্বের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদিকে সৌরভ সুস্মিতা এবং অন্যদিকে রাজা মধুবনীর সারা গায়ে বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে। খেলাটা হচ্ছে উভয় প্রতিযোগিকেই নিজের হাত না ব্যবহার করে গায়ের সমস্ত বেলুন ফাটাতে হবে। দরকার পড়লে নীচে শুয়ে গড়াগড়ি দিয়ে কিংবা পা দিয়েও বেলুন ফাটাতে পারেন তারা।

Ismart Jodi,ইসমার্ট জোড়ি,Jeet,জিৎ,Sushmita,সুস্মিতা,Sourav Saha,সৌরভ সাহা,Funny Game,মজার খেলা,Viral Video,ভাইরাল ভিডিও

এরপর এই বেলুন ফাটাতে গিয়ে কার্যত হূলস্থূল পড়ে যায় ইসমার্ট জোড়ির মঞ্চে। এমন সময় গায়ে থাকা শেষ বেলুন ফাটাতে মেঝেতে ঝাপিয়ে পড়েন পর্দার গদাই ঠাকুর। আর তখনই সজোরে মেঝেতে মুখ থুবড়ে পড়ায় ঠোঁট ফেটে যায় তার। রক্তারক্তি কান্ড দেখে ছুটে আসেন সঞ্চালক জিৎও। তিনি ঠিক আছেন কিনা জানতে চাওয়া হলে রসিকতা করে সৌরভ জানান ‘চুমু খেতে গিয়ে এমন কত কেটেছে’!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥