• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ দিলীপ তো কেউ আদিত্য, সাফল্য পেতে মা বাবার দেওয়া নাম ত্যাগ! রইল ৬ জনপ্রিয় গায়কের আসল নাম

বলিউডে এখন সময়টা হল র‍্যাপিংয়ের (Rapping)। গত কয়েক বক্সহক্ত ধরে যেমন বেড়েছে র‍্যাপিংয়ের জনপ্রিয়তা। তেমনই পাল্লা দিয়ে বেড়েছে র‍্যাপারদের জনপ্রিয়তাও। র‍্যাপিংয়ের এই সময়ে হানি সিং, বাদশাদের জনপ্রিয়তা কিন্তু কোনও অংশে শাহরুখ, সলমনদের থেকে কম নয়। তবে জানেন কি দর্শকদের মনে রাজ করা এই র‍্যাপারদের (Rapper) আসল নাম কিন্তু সেগুলি নয় যেটা আমরা জানি। বরং তাঁদের আসল নাম আলাদা। আজকে বলিউডের ৬ জনপ্রিয় র‍্যাপারের নাম তুলে ধরা হল।

বাদশা (Badshah)- বলিউডের অন্যতম জনপ্রিয় র‍্যাপার হলেন বাদশা। সম্প্রতি একতি রিয়্যালিটি শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে তার সাথেই গিয়েছিলেন মল্লিকা দুয়াও। সেখানে বাদশার আসল না জিজ্ঞেস করা হয়েছিল মল্লিকাকে। তিনি জবাব দিতে পারেননি। পরে জানা যায় বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিন্ধ সিসোদিয়া।

   

Badshah

হানি সিং (Honey Singh)- বলিউডের সবচেয়ে জনপ্রিয় র‍্যাপার হলেন ইয়ো ইয়ো হানি সিং। ভারতীয়দের সাথে র‍্যাপিংয়ের প্রথম পরিচয় করিয়েছিলেন ইনিই। সেই হানি সিংয়ের আসল নাম হল হৃদেশ সিং।

Honey Singh

মিকা সিং (Mika Singh)- সম্প্রতি স্বয়ম্বর আয়োজন করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন মিকা সিং। বলিউডের বহু জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন মিকা। শোনা যায়, গায়কের আসল নাম অমৃক সিং।

Mika Singh

গুরু রানধাওয়া (Guru Randhawa)- বলিউডের এই সুদর্শন র‍্যাপারের মহিলা মহলে জনপ্রিয়তা বিপুল। প্রচুর সুওয়ারহিট গান গেয়েছেন তিনি। সেই গুরুর আসল নাম গুরু সরনজোত সিং রানধাওয়া।

Guru Randhawa

রাফতার (Raftaar)- শুধুমাত্র একজন র‍্যাপার নন, রাফতার একজন দুর্দান্ত ডান্সারও। হানি সিংয়ের সাথেই কেরিয়ার শুরু করেছিলেন রাফতার। এরপর তার গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। বলিউড মাতানো এই র‍্যাপারের আসল নাম দিলীপ নায়ার।

Raftaar

বি প্রাক (B Praak)- যারা গান ভালোবাসেন, তাদের কাছে বি প্রাক বেশ পরিচিত নাম। বিশেষত পাঞ্জাবি শ্রোতাদের মধ্যে তার জনপ্রিয়তা বিপুল।

B Praak

বলিউডেরও বহু সুপারহিট গাম গেয়েছেন বি প্রাক। পাঞ্জাব এবং বলিউড মাতানো এই র‍্যাপারের আসল নাম কিন্তু বি প্রাক নয়। বরং তার নাম হল প্রতীক বচ্চন।