কালী পুজোর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক (Bengali serial) ‘গৌরী এলো’য় (Gouri Elo) বিশেষ পর্ব থাকবে না এমনটা কি হয়? বাড়িতে প্রতিষ্ঠিত ঘোমটা কালীকে নিয়ে সব সময় ব্যস্ত থাকে গৌরী। ধারাবাহিকের নিয়মিত দর্শকদের সেকথা একেবারেই অজানা নয়। তাই স্বাভাবিকভাবেই কালী পুজোর সময় যে ধারাবাহিকে ধামাকেদার কিছু দেখানো হবে তা আগে থেকেই বুঝে গিয়েছিল দর্শকরা।
‘গৌরী এলো’য় প্রায় সব সময়ই দেখানো হয় ঘোমটা কালীকে নিয়ে ব্যস্ত রয়েছে গৌরী। ইতিমধ্যেই আবার ধারাবাহিকে দেখিয়ে দেওয়া হয়েছে যে বাড়ির সদস্যরা প্রমাণ করে দিয়েছে গৌরীর মধ্যে দেবীর রূপ রয়েছে। যদিও অন্ধ বিশ্বাসকে প্রশ্রয় দেওয়া নয়, বরং নিজের বিশ্বাসকে জেতাতে বরাবর অন্যায়ের বিরুদ্ধে সরব হয় সে। সত্যের জন্য কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা গৌরীকেই বরাবর দেখে এসেছেন দর্শকরা।
এবার কালী পুজোয় তাই ধারাবাহিকে কী চমক দেখানো হয়, তা দেখার জন্য মুখিয়ে ছিলেন ‘গৌরী এলো’র দর্শকরা। বিশেষত যখন প্রমাণিত হয়ে গিয়েছে যে গৌরীর মধ্যে দেবীর রূপ রয়েছে, তখন কী বিশেষ চমক নিয়ে হাজির হয় ‘গৌরী এলো’ তা দেখতে চাইছিলেন দর্শকরাও।
তবে এবার জি বাংলার তরফ থেকে ‘গৌরী এলো’র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ঘোমটা কালীর পুজো নিয়ে শুধুমাত্র একটি টানটান উত্তেজনার একটি গোটা পর্ব নয়, বরং সন্ধ্যেবেলা ধারাবাহিকের বিশেষ পর্বে থাকছে আরও অনেক চমক। কালী পুজো স্পেশ্যাল এই পর্বে ‘গৌরী এলো’য় দেখা যাবে জি বাংলার অন্যান্য ধারাবাহিকের বেশ কিছু জনপ্রিয় চরিত্রকে।
তবে শুধুমাত্র এটুকুই নয়, একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘গৌরী এলো’র সেটে নকল পুজো নয়, বরং ধুমধাম করে সত্যিকারের কালী পুজো হচ্ছে। ঘোমটা কালীর সত্যিকারের পুজো হচ্ছে সেটে।
View this post on Instagram
গৌরী থেকে শুরু করে শৈল মা, প্রত্যেকে হাতে হাত লাগিয়ে এই পুজোর আয়োজন করেছেন। শুধু তাই নয়, পুজোর জন্য প্রত্যেকে নির্জলা উপোস করেছেন বলেও জানা গিয়েছে। একসঙ্গে সবাই মিলে ফল কাটা থেকে শুরু করে সকল আয়োজন করেছেন। হাসি, ঠাট্টা, খুনসুটি মিলিয়ে ‘গৌরী এলো’র কালী পুজো যে একেবারে জমে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।