• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃতকে টেক্কা দেওয়ার জন্য হাজির ‘দুগ্গা দুগ্গা’ খ্যাত স্বস্তিক! রইল উড়িন তুবড়ির নায়কের আসল পরিচয়

উড়ন তুবড়ি,স্বস্তিক ঘোষ,বাংলা সিরিয়াল,Uron Tubri,Swastik Ghosh,Bengali serial

জি বাংলা আর স্টার জলসার মধ্যে এখন ধারাবাহিক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিগত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল আরম্ভ হয়েছে। এবার জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। পুরোনো যে সমস্ত সিরিয়াল TRP কমে জনপ্রিয়তা হারিয়েছে তাদের বন্ধ হয়ে যেতে হয়েছে নয়তো বদলেছে টাইম স্লট। আর ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালকে জায়গা করে দিতে ইতিমধ্যেই টাইম স্লট হারিয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘অপরাজিতা অপু’।

কিছুদিন আগেই ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছিল জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। প্রোমো ভিডিও দেখেই চর্চায় উঠে এসেছিল সিরিয়ালটি, কারণ ‘চপশিল্প’ নিয়ে নাকি তৈরী হচ্ছে সিরিয়াল! তাই নেটিজেনদের কাছে খানিক কটাক্ষের শিকার হয়েছিল সিরিয়ালটি। শুরুতে এই বলেও কটাক্ষ করা হয়েছে যে, স্টার জলসার গাঁটছড়ার TRP দেখেই টুকলি করে তিন বোনের গল্প এনেছে জি বাংলা।

উড়ন তুবড়ি,স্বস্তিক ঘোষ,বাংলা সিরিয়াল,Uron Tubri,Swastik Ghosh,Bengali serial

ধারাবাহিকে নায়িকা হিসেবে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায়। তিনিই নতুন ধারাবাহিকের তুবড়ি৷ আর তার বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় মডেল তথা অভিনেতা স্বস্তিক ঘোষকে৷ দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরবেন অভিনেতা স্বস্তিক ঘোষ।

উড়ন তুবড়ি,স্বস্তিক ঘোষ,বাংলা সিরিয়াল,Uron Tubri,Swastik Ghosh,Bengali serial

এর আগে তাকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুগ্গা দুগ্গা’য় অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিপরীতে অভিনয় করতে। মাঝে ধারাবাহিক থেকে বেশ কিছু দিনের বিরতি নিয়েছিলেন অভিনেতা। তখন তাকে বেশ কিছু ছোট খাটো ফটো শ্যুট সাড়তে দেখা গিয়েছে। এবার অনেক দিন পর নতুন ফর্মে ফিরছেন স্বস্তিক।

উড়ন তুবড়ি,স্বস্তিক ঘোষ,বাংলা সিরিয়াল,Uron Tubri,Swastik Ghosh,Bengali serial

তবে নতুন নায়কের লুক দেখে অনেকেই মনে করছেন মিঠাই খ্যাত আদৃতের দিন বুঝি শেষই হয়ে এলো। মহিলা ভক্তদের একাংশের মতে ধারাবাহিকের হ্যান্ডসাম হাঙ্ক শন, আদৃতকে রীতিমতো টেক্কা দিতে পারে এই স্বস্তিক। তবে ফার্স্টলুকে মন জয় করলেও অভিনয়ে কতটা দক্ষতা দেখাতে পারে স্বস্তিক এখন সেটাই দেখবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥