• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুচকে বয়সেই বাংলার স্টার! রইল মিঠুনের নয়নের মণি হাম্পটির আসল পরিচয়

বাংলা বিনোদন জগতে বাংলা সিরিয়ালের পাশাপাশি ইদানিং বেড়েই চলেছে নন  ফিকশন রিয়ালিটি শো গুলির জনপ্রিয়তা। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল জি বাংলার (Zee Bangla) ‘ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)।’ দীর্ঘ ১০ বছর পর এই রিয়েলিটি শোয়ের মঞ্চে বিচারক হিসেবে ফিরে এসেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

মূলত তিনিই হলেন এই চলতি সিজনের অন্যতম মূল আকর্ষণ। তবে এবছর মিঠুন ছাড়াও এই রিয়ালিটি শোয়ের অন্যতম মূল আকর্ষণ হলেন তাঁর সর্বক্ষণের সঙ্গী গোলুমোলু হাম্পটি (Humpty)। এই মিষ্টি হাম্পটিকে দেখলে খুবই খুশি হন দর্শকরা। এমনিতে রিয়েলিটি শোতে মিঠুনের সাথে আগেও এমন অনেক ছোট বাচ্চাদের দেখা গিয়েছে।

   

ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,জি বাংলা,Zee Bangla,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,হাম্পটি,Humpty,আসল পরিচয়,Real Identity

যারা কখনও তাঁর  সাথেই বিচারকের আসনে বসতেন, আবার অনেকের কাঁধে থাকতো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব। আর এই চলতি সিজনেও তেমনি মিঠুন চক্রবর্তীর সাথে বিচারকের আসনে হাজির হাম্পটিকে দেখে ভীষণ পছন্দ করছেন দর্শকরা।  বেশিরভাগ সময় সে মিঠুন চক্রবর্তীর সাথে বিচারকের আসনে বসলেও কখনও আবার মঞ্চে গিয়ে উপস্থিত প্রতিযোগীদের সাথে  কখনও খুনসুটি আবার কখনও আদরে ভরিয়ে দেয় তাদের।

ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,জি বাংলা,Zee Bangla,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,হাম্পটি,Humpty,আসল পরিচয়,Real Identity

হাম্পটিকে তাই দর্শকদের মতোই ডান্স বাংলা ডান্সের মঞ্চে উপস্থিত শুভশ্রী,শ্রাবন্তী এবংমৌনী রায়ের মতো সেলিব্রেটি বিচারকরাও  খুবই পছন্দ করেন। যার ফলে এই রিয়েলিটি শোয়ের দৌলাতেই ছোট্ট হাম্পটি এখন রীতিমতো সেলিব্রিটি। কিন্তু জানেন কি এই ক্ষুদে তারকার আসল পরিচয়?

ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,জি বাংলা,Zee Bangla,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,হাম্পটি,Humpty,আসল পরিচয়,Real Identity

সারাক্ষন ডান্স ডান্স বাংলা ডান্সার মঞ্চ মাতিয়ে রাখা এই খুদে তারকা হাম্পটি আসল নাম আদর্শ দাস (Adarsha Das)। আসলে সে কলকাতারই বাসিন্দা। তবে এখনো পর্যন্ত তার বয়স জানা যায়নি।