• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ ৫ ফুট তো কেউ ৬ ফুট, রইল বলিউডের সেরা ১০ অভিনেতার উচ্চতার তালিকা

Published on:

bollywood actors height

নায়ক মানেই তাঁকে হতে হবে সুদর্শন, সুঠাম দেহ এবং সুউচ্চতাসম্পন্ন। বাণিজ্যিক সিনেমার হিরো হলে তো তাঁর ৬ ফুট উচ্চতা হতেই হবে। বলিউডে (Bollywood) এমন ধারণা বহু বছর ধরে চলে আসছে। তবে সেই বদ্ধমূল ধারণা উড়িয়ে দিয়ে শাহরুখ খান, সলমন খানের-সহ একাধিক নায়ক বছরের পর বছর ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন। শুধু তাই নয়, নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে ‘সুপারস্টার’ তকমাও জুটিয়ে নিয়েছেন তাঁরা। আজ বলিপাড়ার সেই ‘বেঁটে’ নায়কদের আসল উচ্চতা একটু জেনে নেওয়া যাক।

শাহরুখ খান (Shah Rukh Khan)- ‘কিং খান’এর উচ্চতা খুব বেশি নয়, এই কথা দর্শকদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু তাও তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলি পাড়ায় অভিষেক হওয়া ‘বাদশা’র উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

Shah Rukh Khan height

আমির খান (Aamir Khan)- বলিউডের ‘খান ত্রয়ী’র অন্যতম আমির খানকে দর্শকরা ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে ডাকেন। সেই অভিনেতার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

Aamir Khan height

 

অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিপাড়ার ‘সম্রাট পৃথ্বীরাজ’ অক্ষয়ের নামও এই তালিকায় রয়েছে। ‘হেরা ফেরি’ খ্যাত এই অভিনেতার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

Akshay Kumar height

শাহিদ কাপুর (Shahid Kapoor)- বলিপাড়ার ‘কবীর সিং’য়ের নামও ‘বেঁটে’ হিরোদের তালিকায় রয়েছে। হিন্দি সিনে দুনিয়ার প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম শাহিদের উচ্চতাও ৬ ফুটের গণ্ডি পেরোয়নি। পঙ্কজ কাপুরের ছেলের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

Shahid Kapoor height

রণবীর কাপুর (Ranbir Kapoor)- ঋষি কাপুরের ছেলে যে কত মেয়ের ‘হার্টথ্রব’, তা গুনে শেষ করা যাবে না। চলতি বছর আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রণবীর খুব শীঘ্রই বাবাও হতে চলেছেন। বলিউডের ‘বরফি’র উচ্চতা হল, ৫ ফুট ১১ ইঞ্চি।

Ranbir Kapoor height

সলমন খান (Salman Khan)- শাহরুখ, আমিরের মতোই সলমনের উচ্চতাও ৬ ফুট নয়। বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সল্লু মিয়াঁর উচ্চতা হল ৫ ফুট ৬ ইঞ্চি।

Salman Khan height

বরুণ ধাওয়ান (Varun Dhawan)- কমেডি চরিত্র হোক, বা সিরিয়াস রোল- ডেভিড ধাওয়ানের ছেলে সবেতেই সাবলীল। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা বরুণের উচ্চতা হল ৫ ফুট ৭ ইঞ্চি।

Varun Dhawan height

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- বলিউডের সবচেয়ে লম্বা সুপারস্টার হলেন ‘গ্রিক গড’ ঋত্বিক রোশন। রাকেশ রোশনের ছেলের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।

Hrithik Roshan height

রণবীর সিং (Ranveer Singh)- ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখার পর থেকে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন রণবীর। বলিপাড়ার ‘খিলজি’র উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

Ranveer Singh height

সইফ আলি খান (Saif Ali Khan)- বলিউড তারকাই শুধু নন, তিনি ‘নবাব অফ পটৌডি’ও। বলিপাড়ার অন্যতম প্রতিভাবান অভিনেতা এবং করিনা কাপুরের স্বামী সইফের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

Saif Ali Khan height

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥