• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় বাজিমাত করছেন টলি অভিনেত্রীরা, রইল পর্দার নায়িকাদের আসল বয়সের তালিকা

বাঙালি দর্শকদের বিনোদন বলতে সবার আগেই আসে বাংলা সিরিয়ালের (Bengali Serial) নাম। সন্ধ্যে নামলেই টিভির পর্দায় একাধিক সিরিয়াল হাজির হয়, যা দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। এই সিরিয়ালের নায়িকাদের দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সময়ের সাথে সাথে সিরিয়ালের কাহিনী থেকে নায়িকা অনেক কিছুই বদলেছে। তবে আজও বেশ কিছু পুরোনো দিনের নায়িকারা দাপিয়ে বেড়াচ্ছেন সিরিয়াল ইন্ডাস্ট্রি। আজ বংট্রেন্ডের পর্দায় জেনে নেয়াও যাক সিরিয়ালের নায়িকাদের আসল বয়স (Bengali Serial Actress Real Age)।

এই তালিকায় জনপ্রিয় সিরিয়ালের নায়িকারা রয়েছেন, যাদের অনেকেরই আসল বয়স দর্শকেরা জানেন না। আর কিছু এমন অভিনেত্রীও রয়েছেন যাদের বয়স সম্পর্কে পর্দায় দেখে কোনো অনুমানই করা সম্ভব নয়। চলুন দেখে নেওয়া যাক নায়িকাদের আসল বয়সের তালিকাঃ

   

আয় তবে সহচরী সিরিয়ালের বরফি 

দেবশ্রী রায়,Debashree Roy,ইন্দ্রানী হালদার,Indrani Haldar,কনীনিকা বন্দ্যোপাধ্যায়,Konineeka Banerjee,মানালি দে,Manali Dey,স্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharjee,তৃণা সাহা,Trina Saha,অরুনিমা হালদার,Arunima Haldar,খড়কুটো,আয় তবে সহচরী,সর্বজয়া,শ্রীময়ী,ধূলোকণা,যমুনা ঢাকি,বাংলা সিরিয়াল অভিনেত্রীদের আসল বয়স,Bengali Serial Actress Real Age,Sorbojoya,Sreemoyee,Khorkuto

ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়াল আয় তবে সহচরী। সিরিয়ালে সহচরী বান্ধবী তথা বউমা ‘বরফি’ এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Haldar)। পর্দায় দেখেই খানিকটা বোঝা যায় ইন্ডাস্ট্রিতে বেশ ছোট অভিনেত্রী। অভিনেত্রীর জন্ম ২০০২ সালে, অর্থাৎ বর্তমানে তাঁর বয়স ২০ বছর।

খড়কুটো সিরিয়ালের গুনগুন 

গুনগুন সৌজন্য Gungun Soujanyo Khorkuto খড়কুটো

ষ্টার জলসার একসময়ের টপ সিরিয়াল খড়কুটো, বর্তমানে কিছুটা জনপ্রিয়তা হারালেও দর্শকদের বেশ প্রিয় সিরিয়ালটি। সিরিয়ালে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। অভিনেত্রী তৃণার জন্ম ২৭শে জুন ১৯৯৩ সালে, অর্থাৎ বর্তমানে ২৯ বছর বয়স অভিনেত্রীর।

যমুনা ঢাকি সিরিয়ালের যমুনা 

দেবশ্রী রায়,Debashree Roy,ইন্দ্রানী হালদার,Indrani Haldar,কনীনিকা বন্দ্যোপাধ্যায়,Konineeka Banerjee,মানালি দে,Manali Dey,স্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharjee,তৃণা সাহা,Trina Saha,অরুনিমা হালদার,Arunima Haldar,খড়কুটো,আয় তবে সহচরী,সর্বজয়া,শ্রীময়ী,ধূলোকণা,যমুনা ঢাকি,বাংলা সিরিয়াল অভিনেত্রীদের আসল বয়স,Bengali Serial Actress Real Age,Sorbojoya,Sreemoyee,Khorkuto

জি বাংলার সিরিয়াল যমুনা ঢাকি। সিরিয়ালে যমুনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)।  অভিনেত্রীর জন্মসাল ১৯৯২, অর্থাৎ বর্তমানে ৩০ বছর বয়স অভিনেত্রীর।

ধুলোকণা সিরিয়ালের ফুলঝুরি 

Manali Dey Smile

ষ্টার জলসার ধূলোকণা সিরিয়ালের লালন ও ফুলঝুরির কাহিনী বেশ মনে ধরেছে দর্শকদের। সিরিয়ালে ফুলঝুরির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) অভিনেত্রী ৬ই মে ১৯৯১ সালে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাঁর বর্তমান বয়স ৩১ বছর।

আয় তবে সহচরী সিরিয়ালের সহচরী 

দেবশ্রী রায়,Debashree Roy,ইন্দ্রানী হালদার,Indrani Haldar,কনীনিকা বন্দ্যোপাধ্যায়,Konineeka Banerjee,মানালি দে,Manali Dey,স্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharjee,তৃণা সাহা,Trina Saha,অরুনিমা হালদার,Arunima Haldar,খড়কুটো,আয় তবে সহচরী,সর্বজয়া,শ্রীময়ী,ধূলোকণা,যমুনা ঢাকি,বাংলা সিরিয়াল অভিনেত্রীদের আসল বয়স,Bengali Serial Actress Real Age,Sorbojoya,Sreemoyee,Khorkuto

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee)। অভিনেত্রীকে সিরিয়ালে সহচরীর ভূমিকায় দেখা যাচ্ছে। অভিনেত্রীর বর্তমান বয়স ৪২ বছর, ১৯৮০ সালের ২১ শে মে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী।

শ্রীময়ী 

Sreemoyee Serial ending soon শেষ হয়ে যাচ্ছে শ্রীময়ী সিরিয়াল

গতবছরের শেষের দিকেই শেষ হয়েছে মেগা সিরিয়াল শ্রীময়ী। সিরিয়ালে শ্রীময়ীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। যার বর্তমান বয়স ৫০ বছর। ১৯৭১ সালের ৬ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বর্তমানে সিরিয়াল শেষ হবার পর ছবির অফার পেয়ে গিয়েছেন।

সর্বজয়া 

Debashree Roy দেবশ্রী রায় Sarbajaya Serial সর্বজয়া সিরিয়াল

টলিউডের দীর্ঘদিনের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। একাধিক ছবিতে অভিনয়ের পর মাঝে বেশ কিছুদিন অভিনয়ের থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এরপর ‘সর্বজয়া’ সিরিয়ালের মধ্যে দিয়ে কামব্যাক করেছেন তিনি। ১৯৬১ সালের ৮ই অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি। অভিনেত্রীর বর্মন বয়স প্রায় ৬১ বছর, এই বয়সেও দুর্দান্ত অভিনয় করে চলেছেন তিনি।

site