• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমাকে কোনোওদিন যেতে দেব না’! প্রয়াত রবিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন, শোকে কাতর অভিনেত্রী

রবিনা ট্যান্ডন,রবি ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের বাবা,Raveena Tandon,Ravi Tandon,Raveena Tandon father

বাবাহারা হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা পরিচালক রবিনা ট্যান্ডন। স্বভাবতই বাবাকে হারিয়ে এই মুহুর্তে শোকে পাথর অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই এই দুঃসংবাদ জানিয়ে বাবার সাথে তোলা পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। পাশাপাশি কাতর বার্তা দিয়েছেন শোকার্ত রবিনা।

বাবার উদ্দেশ্যে রবিনা ট্যান্ডন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি সবসময় আমার সাথে হাঁটবে। আমি সবসময় তোমার থাকব। তোমাকে কখনোই যেতে দেব না আমি । তোমায় ভালোবাসি বাবা ।’ রবিনার এই পোস্টের কমেন্টে সমবেদনা জানিয়েছেন জুহি চাওলা, নীলম কোঠারি, চাঙ্কি পাণ্ডের মত তারকারাও।

রবিনা ট্যান্ডন,রবি ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের বাবা,Raveena Tandon,Ravi Tandon,Raveena Tandon father

জুহি লিখেছেন, ‘ তোমার ও তোমার পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।’ এদিন ভোর রাতেই গত হন অভিনেত্রীর বাবা। ৩.৪৫ এ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবি ট্যান্ডন। পেশায় বলিউডের বিখ্যাত পরিচালক ছিলেন তিনি।

রবিনা ট্যান্ডন,রবি ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের বাবা,Raveena Tandon,Ravi Tandon,Raveena Tandon father

খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো ছবির পরিচালক রবিনার বাবা রবি ট্যান্ডনই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্ত্রী সন্তানের ভরা সংসার ফেলে এদিন গত হলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥