• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে মায়ের মুখ বসানো! রবীনা ট্যান্ডনের সুন্দরী মেয়েকে দেখে চোখ সরছে না নেটিজেনদের, রইল ছবি

Published on:

Raveena Tandon’s daughter Rasha Thadani is reportedly going to make Bollywood debut soon

প্রত্যেক বছরই বলিউডে (Bollywood) ডেবিউ করেন বহু নায়িকা, তবে বছরের পর বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করছেন হাতে গোনা কয়েকজন অভিনেত্রীই (Bollywood actress)। এমনই একজন অভিনেত্রী হলেন রবীনা ট্যান্ডন। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলার পরেও রবীনার জনপ্রিয়তা দেখার মতো। একবার হেসেই অগণিত পুরুষদের মনে ঝড় তোলার ক্ষমতা রাখেন তিনি। এখনও রবীনাকে (Raveena Tandon) পর্দায় দেখে মুগ্ধ হন দর্শকরা।

এবার বি টাউনের এই নামী এবং সুন্দরী অভিনেত্রীর মেয়ে পা রাখতে চলেছেন বলিউডে। তারকা সন্তান হলেও রবীনার মেয়ে সংবাদমাধ্যমের শিরোনামে খুব একটা উঠে আসেননি। তবে এবার বলিউড ডেবিউর খবর জানাজানি হওয়া মাত্রই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই সঙ্গেই বাড়ছে রবীনা কন্যার (Raveena Tandon daughter) জনপ্রিয়তাও।

Raveena Tandon

২০০৪ সালে অনিল থাডানির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন রবীনা। পরের বছর জন্ম হয় অভিনেত্রীর মেয়ে রাশার (Rasha Thadani)। তাঁর বয়স এখন ১৭ বছর। এত কম বয়সেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথম ছবিতে সুপারস্টার অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রবীনার মেয়ে।

রাশা এখনও বলিউডে পা না রাখলেও সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ থাকেন। সেখানে তাঁর অনুরাগীর সংখ্যাও বেশ আকর্ষণীয়। ইতিমধ্যেই প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন। বলিউড ডেবিউর পর সেই সংখ্যাটা যে আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Raveena Tandon, Rasha Thadani, Bollywood, entertainment, রাশা থাডানি, রবীনা ট্যান্ডন, বলিউড, বিনোদন, রাশা ট্যান্ডন, Rasha Tandon

রবীনা কন্যাকে দেখে নেটিজেনদের একাংশের মত, হুবহু মায়ের মতো দেখতে হয়েছে সে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রবীনার অল্প বয়সের ছবির সঙ্গে রাশার ছবি ভাইরাল হতে দেখা যায়। মাত্র ১৭ বছর বয়সেই রাশার রূপের জেল্লা মুগ্ধ করেছে নেটাগরিকদের।

Raveena Tandon, Rasha Thadani, Bollywood, entertainment, রাশা থাডানি, রবীনা ট্যান্ডন, বলিউড, বিনোদন, রাশা ট্যান্ডন, Rasha Tandon

রবীনার মেয়ের বলিউড ডেবিউর প্রসঙ্গে বলা হলে, তাঁকে অভিষেক কাপুর পরিচালিত একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে দেখা যাবে বলে জানা গিয়েছে। সেই সিনেমায় রাশা ছাড়াও অভিনয় করবেন সুপারস্টার অজয় দেবগণ। অভিষেকের ছবিতে রবীনা কন্যাকে অমন দেবগণের বিপরীতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥