• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১৬ বছর বয়সেই উপচে পড়ছে যৌবন ! হটনেসে মা রবিনা ট্যান্ডন কেও টেক্কা দেবে মেয়ে রাশা

রবিনা ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের মেয়ে,বলিউড,রাশা থাদানি,raveena tandon,raveena tandon daughter,rasha thadani,bollywood

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী, যার হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ ‘টিপ টিপ বরসা পানি’ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তিনি হলেন রবিনা ট্যান্ডন । কেরিয়ারের শুরু থেকেই লাগাতার হিট ছবি উপহার দিয়ে গেছেন রবিনা। একদিকে তার তুখোড় অভিনয় অন্যদিকে জমিয়ে প্রেম, সবমিলিয়ে তাকে নিয়েই সরগরম থাকতো পেজ-থ্রির পাতা। তাকে দেখে কারোর বলার ক্ষমতা নেই যে তিনি ৪ সন্তানের মা। তার মেয়েরাও তার মতোই সুন্দর।

এই মুহূর্তে অভিনেত্রী শিরোনামে রয়েছেন কেজিএফ -২ তে তার অনবদ্য অভিনয়ের কারনে। এই ছবির মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর পর্দায় কামব্যাক করেছেন তিনি। ছবিতে দেশের সবচেয়ে ক্ষমতাবান প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন , তার অভিনয়ের প্রশংসা শুধু হিন্দিভাষীরাই নয় বরং সাউথের দর্শকেরাও করছেন।

রবিনা ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের মেয়ে,বলিউড,রাশা থাদানি,raveena tandon,raveena tandon daughter,rasha thadani,bollywood

 

কেজিএফ ২ তে তার চরিত্র প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুকরণে তৈরী। যশের মতো সুপারস্টারের ছবিতে অভিনয় করার পরেও রবিনা দর্শকদের মনে ছাপ ফেলতে পেরেছেন। অনেকেই তার এই চরিত্রকে তুলনা করছেন বাহুবলীর শিবগামী সঙ্গে।

রবিনা ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের মেয়ে,বলিউড,রাশা থাদানি,raveena tandon,raveena tandon daughter,rasha thadani,bollywood

যাকগে এর আগে বহুবার আপনাদের রুবিনা ট্যান্ডন এর ব্যাপারে নানান খুঁটিনাটি জানিয়েছি। তবে আজ এই প্রতিবেদনে আপনাদের দেখাবো রুবিনা কন্যাকে ,যে কোনও অংশেই সৌন্দর্যে মায়ের থেকে কম যান না। তার ছোট মেয়ে রাশা থাদানির বর্তমান বয়স ১৭ বছর ,কিন্তু এই বয়সেই তিনি মা রবিনা ট্যান্ডনকেও রীতিমত টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তার জন্ম ১৬ ই মার্চ ,২০০৫ সালে।

রবিনা ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের মেয়ে,বলিউড,রাশা থাদানি,raveena tandon,raveena tandon daughter,rasha thadani,bollywood

রাশা ২০০১ সালে ধীরুভাই আম্বানি স্কুল থেকে তার মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন। রাশা থাদানি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং প্রায়শই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার হট এবং সেক্সি ফটো পোষ্ট করেন। তার ফ্যাশন সেন্স আর সৌন্দর্যে ঘুম উড়েছে বহু পুরুষের। বিনোদন জগতের তাবড় তাবড় উঠতি নায়িকার হিংসার পাত্র তিনি।

রবিনা ট্যান্ডন,রবিনা ট্যান্ডনের মেয়ে,বলিউড,রাশা থাদানি,raveena tandon,raveena tandon daughter,rasha thadani,bollywood

তবে মায়ের মতো রাশার অভিনয়ে কৌতুহল নেই , বরং তিনি গান গাইতে এবং বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতেই বেশি পছন্দ করেন। কিন্তু তার অনুরাগীরা তাকে বড় পর্দায় দেখবার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥