• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমায় তো সেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল’! রবিনা টন্ডনের বিরুদ্ধে অভিযোগ রনবীর সিংয়ের

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দিনের পর দিন তিনি সমৃদ্ধ করেছেন ইন্ডাস্ট্রিকে। ‘তকদিরওয়ালা’ থেকে ‘খিলাড়িও কা খিলাড়ি’ পর্যন্ত একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ‘টিপ টিপ বরসা পানি’ (Tip Tip Barsa Pani) র মতো সেনসুয়াল গানে নাচ করার পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

কিন্তু অনেকেই হয়তো একথা জানেন না যে রবিনা টন্ডন একবার শুটিং চলাকালীন সেট থেকে অভিনেতা রনবীর সিংকে (Ranbir Singh) তাড়িয়ে দিয়েছিলেন। আর সেটা ছিল রবিনা টন্ডন এবং অক্ষয়কুমার (Akshay Kumar) অভিনীত ‘মোহরা’ সিনেমার এই জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’র শুটিং। একবার এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

   

Ranvir Singh রণবীর সিং রাভিনা টন্ডন Raveena Tandon

বিষয়টা স্বীকার করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন কেন তিনি রনবীরকে শুটিং ফ্লোর থেকে বের করে দিয়েছিলেন। আসলে সেসময় আজকের রণবীর তখনও বলিউডের সিম্বা হয়ে ওঠেননি। তখন তার বয়স ছিল অনেকটাই কম। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন ‘আসলে এটা অত্যন্ত কামুক গান ছিল। আর এই ধরনের গানের শুটিং বাচ্চাদের সামনে করা ঠিক না।’

রাভিনা টন্ডন Raveena Tandon Akshay Kumar

আর সেই কারণেই নাকি অভিনেত্রী নিজের বাচ্চাদেরও এই ধরনের শুটিং থেকে দূরে রাখতেন। কারণ অভিনেত্রীর কথায় ‘তাদের সামনে বিষয়টা প্রকাশ করার একটা সঠিক বয়স আছে। কারণ এটা বাচ্চাদের জন্য উপযুক্ত ছিল না। আমি আমার সন্তানের সাথেও তাই করতাম। তাদের এমন কোনো সেটে নিয়ে যাওয়া উচিত শিশুদের দেখার উপযুক্ত।’

Ranveer Singh

এরপরেই রনবীর প্রসঙ্গে রবিনা টন্ডন বলেন ‘ রনবীর খুব দুষ্টু ছেলে, এই মজার ঘটনাটা নিয়ে ও আজও আমার পিছনে লাগে। আর মজা করে বলতে থাকে ‘আমায় তো সেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল’। কিন্তু আসলে বিষয়টি তেমন ছিল না। অভিনেত্রীর কথায় ,’বাচ্চাদের সামনে এমন ধরনের সিন করতে অস্বস্তি হয়,তাই ওকে সরিয়ে নিয়ে যেতে বলেছিলাম।’