• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শোলে’র সম্ভার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলি অভিনেত্রী রাবিনা টন্ডনের, জানলে চমকে যাবেন আপনিও

Published on:

Raveena Tandon relation with Sholey Movie Sambha chaaracter Mac Mohan

বলিউডের ইতিহাসের এক কালজয়ী সিনেমা হল ‘শোলে’ (Sholay)। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল এই ছবি। দেখতে দেখতে পার করে ফেলেছে ৪৭টি বছর। কিন্তু এখনও দর্শকদের মধ্যে ছবিটির জনপ্রিয়তা দেখার মতো।

আর হবে নাই কেন! রমেশ সিপ্পি পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের সেই সময়কার একাধিক প্রথম সারির তারকা। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন থেকে শুরু করে হেমা মালিনী, সঞ্জীব কুমার, আমজাদ খান- ‘শোলে’তে ছিল তারকাদের ছড়াছড়ি। এই ছবিরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ‘সাম্বা’র (Sambha)।

Sholay movie Sambha

রিলিজের প্রায় পাঁচ দশক পরেও ‘শোলে’র জয়, বীরু, গব্বর সিং, সাম্বাদের ভুলতে পারেননি দর্শকরা। এখনও অনেক সময় অমিতাভ, ধর্মেন্দ্র, আমজাদদের এই নামেই অভিহিত করে থাকেন অনেকে। ‘সাম্বা’ অভিনেতা ম্যাক মোহনের (Mac Mohan) ক্ষেত্রেও বিষয়টি একই।

রমেশ সিপ্পির সিনেমায় সাম্বার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন ম্যাক মোহন। ‘পুরে পঁচাশ হাজার’- এই একটি সংলাপ বলেই তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে শোনা যায়, প্রথমে এই চরিত্রটি করতে রাজি হননি ম্যাক মোহন। ছবিতে সাম্বার সংলাপ কম থাকার কারণেই শুরুর দিকে রাজি ছিলেন না অভিনেতা।

Mac Mohan

কিন্তু পরে ম্যাক মোহনকে রাজি করেন নির্মাতারা। আর ‘শোলে’তে অভিনয় করার পর ম্যাক মোহন যে জনপ্রিয়তা পেয়েছিলেন সেকথা তো দর্শকদের অজানা নয়। আজ অভিনেতার প্রয়াণের পরেও ‘সাম্বা’ নামেই তাঁকে মনে রেখেছেন অনুরাগীরা।

Mac Mohan and Raveena Tandon

তবে আপনি কি জানেন, বি টাউনের এই নামী অভিনেতার সঙ্গে বলিউডের নামী অভিনেত্রী রবীনা ট্যান্ডনের (Raveena Tandon) একটি বিশেষ সম্পর্ক ছিল। খুবই ‘ঘনিষ্ট সম্পর্ক’ ছিল দু’জনের। জানিয়ে রাখি, ‘শোলে’ ছবির সাম্বা অভিনেতা ম্যাক মোহন ছিলেন রবীনার মামা। অনেকেই দুই তারকার মধ্যেকার এই সম্পর্কের কথা জানেন না। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে ম্যাক মোহন এবং রবীনার মধ্যেকার এই ‘বিশেষ সম্পর্ক’র কথা জানা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥