• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিরিয়ডসের অসহ্য যন্ত্রণা নিয়েও অক্ষয়ের সাথে এই কাজ করেছিলেন রবিনা ট্যান্ডন !

Bollywood,katrina kaif,raveena tandon,tip tip barsa paani,ক্যাটরিনা কাইফ,টিপ্ টিপ্ বরসা পানি,বলিউড,রবিনা টন্ডন

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী, যার হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ ‘টিপ টিপ বরসা পানি’ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তিনি হলেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। কেরিয়ারের শুরু থেকেই লাগাতার হিট ছবি উপহার দিয়ে গেছেন রবিনা। একদিকে তার তুখোড় অভিনয় অন্যদিকে জমিয়ে প্রেম, সবমিলিয়ে তাকে নিয়েই সরগরম থাকতো পেজ-থ্রির পাতা।

নব্বইয়ের দশকের রবিনার বৃষ্টিভেজা নাচে ঘুম ওড়েনি এমন যুবক বোধহয় বিরল। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। নতুন অভিনেত্রীদের সমারোহে ফের সেজে উঠেছে বি-টাউন। হিট হয়েছে অসংখ্য সিনেমা, মানুষের মুখে মুখে ফের জনপ্রিয় হয়ে উঠেছে এক ঝাঁক নতুন গান। তবু যেন ভাটা পড়েনি ৯০ এর দশকের সেই গানগুলোতে। আজও একইভাবে জনপ্রিয় সেসব গান।

রাভিনা টন্ডন Raveena Tandon Akshay Kumar

সেই পুরোনো গান গুলিই রিমেক হয়ে ফিরে ফিরে আসছে আজকালকার ছবিগুলিতে৷ সম্প্রতি, অক্ষয়ের ছবি ‘সূর্যবংশী’ তে ৯০ দশকের বিখ্যাত গান’ টিপ টিপ বরসা পানি’তে নতুন ভাবে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। তবে এই গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক তরজা। তখন প্রশ্ন উঠেছিল ,কে বেশি আবেদনময়ী রবিনা নাকি ক্যাটরিনা কাইফ। এই তরজায় বেশির ভাগ নেটিজেনদেরই মত ছিল , ‘রবিনার জায়গা কেউ নিতে পারবেনা, তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা কারোর নেই। ‘,

তবে একটা কথা জানলে হয়ত অবাক হবেন ,রবিনা ট্যান্ডনের যে নাচ দেখে যুবকদের রীতিমত ঘুম ওরে সেই নাচ করার সময় বাঁচা মরা অবস্থা হয়েছিল অভিনেত্রীর। তখন তার গায়ে ধুম জ্বর ,শুধু তাইই নয় রবিনার তখন চলছে পিরিয়ডস। অসহ্য পেটে ব্যথা ,সেদিন শ্যুটিং করার অবস্থাতেই নাকি ছিলেন না তিনি। তবুও পরিচালকের কথায় সেদিন শ্যুটিং সেরেছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥