• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয় কুমারের প্রেমে রাতের বেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন রবিনা! তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী

বলিউডের অভিনেত্রী রবিনা ট্যান্ডন হিন্দি সিনেমা জগতের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেত্রী। রবিনা ট্যান্ডনের চলচ্চিত্র ক্যারিয়ার অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার ক্যারিয়ারে একাধিক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার ছবি মোহরা বক্স অফিসে সুপার হিট  হয়েছিল। ছবিতে রবিনা ট্যান্ডন এর  হলুদ শাড়ি পরে টিপ টিপ বরসা পানিতে হট নাচ আজও যুবকদের মনে ঝড় তোলে। এছাড়াও তার ‘তু সাজ বাড়ি হ্যা মস্ত মস্ত ‘ এবং ‘আঁখিও সে গোলি মারে ‘ আজও মানুষের মুখে মুখে ঘোরে।

রবিনা ট্যান্ডন তার সুন্দর অভিনয় এবং চমৎকার অভিনয় দিয়ে সবাইকে পাগল করে তুলেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। রবিনা ট্যান্ডন আজ বড় পর্দা থেকে দূরে সরে গেলেও তার জনপ্রিয়তা একেবারেই কমেনি এবং আজও রবিনা ট্যান্ডন তার কোটি ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন। তার চলচ্চিত্রগুলির মতো, রবিনা তার ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে ছিলেন।

   

রাভিনা টন্ডন Raveena Tandon Akshay Kumar

রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের প্রেম কারোর কাছেই অজানা নয়।  একটা সময় ছিল বলিউডে দায়িয়ে প্রেম করে বেড়িয়েছেন রুবিনা অক্ষয়। তবে এত প্রেমের পরেও তাদের সম্পর্ক ছাদনাতলা অবধি গড়ায়নি এবং দীর্ঘদিন প্রেম করার তাদের ব্রেকাপ হয়ে যায়।

রবিনা ট্যান্ডন,অক্ষয় কুমার,প্রেম,বলিউড,raveena tandn,akshay kumar,bollywood

অক্ষয় কুমারের সাথে বিচ্ছেদের পর, রবিনা ট্যান্ডন ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং এই ব্রেকআপের পরে তিনি হতাশায় ভুগেছেন বেশ কিছুদিন। এর পরে রবিনা ট্যান্ডনের অবস্থা কারও কাছে গোপন ছিল না এবং অক্ষয় কুমার থেকে দূরে থাকা রবিনা ট্যান্ডনের জন্য একটি বড় দুর্ঘটনার চেয়ে কম ছিল না। তাদের বিচ্ছেদের বহু বছর পর এক সাক্ষাৎকারে রবিনা জানিয়েছিলেন , ‘সেই সময় এক এক রাতে রাস্তার উপর দিয়ে হেটে বেড়াতাম আমি, দেখতাম বস্তিতে স্বামীগুলো বৌ পেটাচ্ছে। ‘

রাভিনা টন্ডন Raveena Tandon

রবিনা ট্যান্ডন আরও বলেছিলেন ,’যে মহিলাটিকে আমি একটু আগে কাঁদতে দেখলাম তাকেই পরক্ষনে নিজের দুঃখ ভুলে তার বাচ্চার সাথে খেলতে দেখলাম। যে একটু আগে দুঃখী ছিল এখন সে সুখী’. অভিনয়টি জানান এই ঘটনাটিই তার দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দিয়েছে।

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter 2 Ravina Tandan রাবিনা টন্ডন

রবিনা ট্যান্ডন বলেন, ‘ওই নারীকে দেখে আমি বুঝতে পেরেছি, এত কিছুর পরেও ওই নারী নিজেকে ভেঙে পড়তে দেননি এবং এত সাহসিকতার সঙ্গে নিজেকে সামলেছেন এবং সন্তানকে খুশি রেখেছেন। আমার সবকিছু আছে তবুও আমি দুঃখিত এবং এই সব দেখে আমি আমার অতীতের তিক্ত স্মৃতি ভুলে আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমি আর পিছনে ফিরে তাকাইনি। ‘ আজ রবিনা ট্যান্ডন ৪ সন্তানের মা হয়েছেন এবং তিনি তার বিবাহিত জীবনেও খুব খুশি।