বাংলা টেলিভিশন জগতের অন্যতম কনিষ্ঠ সদস্যদের মধ্যে অন্যতম হলেন অস্মি ঘোষ (Ashmi Ghosh)। অস্মি হলেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী। করুণাময়ী রানী রাসমণি (Karunamoyee Rani Rashmoni) সিরিয়ালে অস্মি অভিনীত কুমারী (Kumari) চরিত্রটি দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তবে শুধু রানী রাসমণি নয় এছাড়াও তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘অন্দরমহল’ সিরিয়ালে।
এছাড়া স্টার জলসার ‘শ্রীময়ী’,’ধূলোকণা’,’আয় তবে সহচরি’-র মত সিরিয়াল দেখা গিয়েছিল অস্মিকে। তবে বেশ এক মাস হয়েছে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। মাঝে অবশ্য উইন্ডোজ প্রোডাকশনের ‘ফাটাফাটি’ ছবির কাজও সেরে রেখেছিলেন তিনি। প্রসঙ্গত খুবই অল্প বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে এই অভিনেত্রীর।
উল্লেখ্য টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বিক্রম সিংহ : দ্য লায়ন ইজ ব্যাক’ ছবি দিয়েই বড়পর্দায় পা রেখেছিলেন অস্মি। তবে আজ একটি বিশেষ কারণে শিরোনামে এসেছেন অভিনেত্রী।গতকালই বেরিয়েছে ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট। এই পরীক্ষার জন্যই অভিনয় থেকে এক মাসের বিরতি নিয়েছিলেন অস্মি।
এই পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা গেল পরীক্ষাতে ৯৫% (95%) নম্বর পেয়েছে অস্মি। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। জানা যায় অনেক অল্প বয়সেই অস্মি নিজের কাঁধে তুলে নিয়েছে নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব। প্রেমটাও করছেন অল্প বয়স থেকে। সেকথা নিয়েও কোনদিনই রাগ ঢাক করে রাখেন নি নায়িকা। এতদিনে সকলেই জেনে গিয়েছেন তার প্রেমিক শুভঙ্কর সাহার কথা।
View this post on Instagram
প্রেমিকার এই সাফল্যের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ইমোশনাল পোস্ট করেচেন শুভঙ্কর। দুর্দান্ত রেজাল্টের জন্য অস্মিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন ‘আমি জানি তুমি এই দিনটার জন্য কতটা পরিশ্রম করেছো।শ্যুটিং ম্যানেজ করে, রাতে দেরি করে ফিরেও পড়ার জন্য সময় বার করেছো, এতোকিছুর পরেও তুমি ৯৫% নম্বর পেয়েছো। এটা শুধু তুমিই পারো। তুমি অনেকের অনুপ্রেরণা’। প্রেমিকের এমন আদূরে পোস্টের নিচে কমেন্ট সেকশনে অভিনেত্রী লিখেছেন ‘অনেক ধন্যবাদ আমার এটা খুবই গুরুত্বপূর্ণ’।