• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম করছেন রানিমা! ছবি দিয়ে ‘ইটস অফিসিয়াল’ লিখতেই তুমুল শোরগোল নেটপাড়ায়

বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অর্থাৎ ছোট পর্দার রানি রাসমণি (Rani Rashmoni)। জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয়ের শুরুটা ছোট পর্দা থেকে হলেও তিনি এখন সিনেমা থেকে ওয়েব সিরিজ বিনোদন জগতের সমস্ত মাধ্যমেই দারুণভাবে সফল।  প্রায় সারা বছরই ঠাসা কাজ থাকে টলিপাড়ার অন্যতম ব্যস্ত এই অভিনেত্রীর হাতে।

সবমিলিয়ে এখন সাফল্যের শিখরে রয়েছেন দিতিপ্রিয়া। সেইসাথে  একের পর এক ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী। এরই মাঝে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন ছোট পর্দার রানিমা। এদিন সহ অভিনেতা তথা একেনবাবুর সঙ্গী বাপি বাবু অর্থাৎ অভিনেতা সুহোত্র মুখার্জির (Suhotra Mukherjee) কাঁধে চেপে দুটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,ওয়েব সিরিজ,Web Series,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,রানি রাসমণি,Rani Rashmoni,সুহোত্র মুখার্জি,Suhotra Mukherjee,সম্পর্ক,Relationship

সেই সাথে সবাইকে অবাক করে দিয়ে সেই ছবির ক্যাপশনে দিতিপ্রিয়া লেখেন ‘নাও ইটস অফিসিয়াল। সঙ্গে থাকুন’। আর দিতিপ্রিয়া এই ছবি শেয়ার করা মাত্রই তা  ভাইরাল হতে সময় লাগেনি এক মুহূর্ত। সবার মুখে মুখে ঘুরতে থাকে একটাই প্রশ্ন তবে কি প্রেম করছেন দিতিপ্রিয়া এবং সুহোত্র। প্রসঙ্গত ইতিপূর্বে সম্পর্কের বিষয়ে সাংবাদিকরা যতবার অভিনেত্রীর কাছে জানতে চেয়েছেন ততবারই দিতিপ্রিয়া জানিয়েছেন এখন তিনি কাজ নিয়েই ব্যস্ত। তার কাছে প্রেম করার মতো সময় নেই।

Ditipriya Roy reveals how she is celebrating her 20th birthday

প্রসঙ্গত ইতিপূর্বে সুহোত্রর সঙ্গে দিতিপ্রিয়াকে দেখা গিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মুক্তি’তে । এছাড়াও হইচইয়ের ওয়েব সিরিজ ‘ডাকঘর’-এও একসাথে জুটি বাঁধবেন তারা।  তবে এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির আসল রহস্য কি? তার সমাধান সূত্র বার করতেই সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল একাধিক গোয়েন্দা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা সম্পন্ন সুহোত্রর সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ওয়েব সিরিজ,Web Series,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,রানি রাসমণি,Rani Rashmoni,সুহোত্র মুখার্জি,Suhotra Mukherjee,সম্পর্ক,Relationship

প্রশ্ন শুনে সম্পর্কের ব্যাপারে খোলসা করে কিছু না বললেও গোয়েন্দার সহকারি চরিত্রে থাকা সুহোত্রর ইঙ্গিতপূর্ণ জবাব ‘না না কিছুই বলা যাবে না’।  এরপর একটু জোরাজোরি করতেই অভিনেতার জবাব ‘হয়তো কাজই। সবটাই ক্রমশ প্রকাশ্য’। প্রসঙ্গত মনে করা হচ্ছে ইটা নতু কাজের প্রচারের একটি অংশ। কারণ এদিন এদিন ছবির ক্যাপশনের শেষে দিতিপ্রিয়া লিখেছিলেন ‘সঙ্গে থাকুন’ যা সাধারণত কোনও প্রজেক্টের প্রচারের ক্ষেত্রেই লেখা হয়ে থাকে।

site