‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise) সিনেমা মুক্তির পর থেকে গোটা দেশের তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম, তিনি হলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। এই সিনেমার শ্রীভল্লি চরিত্রে অভিনয়ের পর থেকে আজ তিনি হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ। এই সিনেমায় ‘স্বামী স্বামী’ (Shami Shami) গানে তার নাচ রীতিমতো ঝড় তুলেছে গোটা দেশের অসংখ্য পুরুষ হৃদয়ে।
এই রশ্মিকাই এবার মন ভাঙলেন তাঁর অসংখ্য অনুরাগীদের। এমনিতে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এক দক্ষিণী অভিনেতার সাথে চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা। আর এই অভিনেতা আর কেউ নন, তিনি হলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda)। শোনা যাচ্ছে সমস্ত জল্পনাকে সত্যি করে খুব শিগগিরই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা বিজয়।
এমনকি এও শোনা যাচ্ছে বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রী। উল্লেখ্য রশ্মিকা ও বিজয় একসাথে ‘ডিয়ার কমরেড’,এবং ‘গীত গোবিন্দম’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন । দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে বিজয়েরও। ‘পুষ্পা’ সিনেমার নায়ক আল্লু অর্জুনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম বিজয়।
বিজয়ের সাথে বিয়ে,এবং প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রশ্মিকা। সম্প্রতি বিয়ের প্রশ্নে রশ্মিকা জানিয়েছেন, ‘আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত কেরিয়ারে মন দিতে চাই।’ তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয় সম্পূর্ণ উড়িয়ে না দিলেও মুচকি হাসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
উল্লেখ্য পুষ্পা সিনেমার বিরাট সাফল্যের পর থেকে রশ্মিকার সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে বলিউডের পরিচালকরা। অন্যদিকে বিজয়ও কাজ করতে চলেছেন বলিউডে। ইতিমধ্যেই মুম্বইয়ে একটি ফ্ল্যাট কিনেছেন নায়িকা। শোনা যাচ্ছে এই ফ্ল্যাটেই একসঙ্গে থাকার প্ল্যান রশ্মিকা ও বিজয়ের। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।