• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোশাকের কি ছিরি! বসতে গিয়েই বেরিয়ে গেল সব, সেক্সী হতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার রাশ্মিকা

Updated on:

Rashmika Mandana Trolled for for dressing almost revealed everything

চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে যে নায়িকাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তার মধ্যে অবশ্যই নাম থাকবে রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna)। সম্প্রতি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে সেই ছবিটি। খুব শীঘ্রই বলিউড ডেবিউ হতে চলেছে ‘পুষ্পা’র শ্রীভল্লির।

কিন্তু নিজের বলিউড ডেবিউর আগে এবার অন্য একটি কারণে নেট দুনিয়ায় চর্চার কেন্দ্রে চলে এসেছেন রশ্মিকা। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত একটি অ্যাওয়ার্ড ফাংশানে তাক লাগানো সাজতে গিয়ে ছোট্ট পোশাক (Red dress) পরে গিয়েছিলেন দক্ষিণী সুন্দরী। কিন্তু তার ‘মাশুল’ যে তাঁকে এভাবে গুনতে হবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

Rashmika Mandanna,Rashmika Mandanna trolled,bollywood,entertainment,Rashmika Mandanna red dress,রশ্মিকা মান্দানা,রশ্মিকা মান্দানা ট্রোলড,বলিউড,বিনোদন,Rashmika Mandana Oops Moment,Rashmika Mandana Trolled,Rashmika Mandana Red Dress

অ্যাওয়ার্ড ফাংশানে লাল রঙের ডিপ নেকের একটি ছোট্ট পোশাক পরে গিয়েছিলেন রশ্মিকা। তাঁকে খুবই সুন্দর এবং সেক্সি দেখাচ্ছিল। কিন্তু সুন্দর এবং সেক্সি দেখালেও, অভিনেত্রী সেই পোশাকে খুব একটা বেশি স্বস্তিতে ছিলেন না। তা সেই ফাংশানের বিভিন্ন ভিডিও দেখেই বেশ বোঝাঁ যাচ্ছে। আর সেই ছোট্ট লাল পোশাকের কারণেই এবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন রশ্মিকা।

Rashmika Mandanna

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এক ভিডিওয় দেখা যাচ্ছে, অল্পের জন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে গিয়েছেন নায়িকা। নাহলে বড়সড় লজ্জার মুখে পড়তেন রশ্মিকা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, পাপারাৎজির অনুরোধে তাঁদের সঙ্গে ছবি তুলতে যান রশ্মিকা। আর ছোট্ট সেই পোশাক পরে নীচু একটি চেয়ারে বসতে গিয়েই বাঁধে বিপত্তি। সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিজের শরীর ঢেকে নেনে রশ্মিকা। কিন্তু নায়িকার চোখেমুখে তখন স্পষ্ট অস্বস্তির ছাপ। যা চোখে পড়েছে নেটিজেনদের।

‘গীতাগোবিন্দা’র অভিনেত্রীর এই ভিডিওয় একে একে কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘আমার এই মেয়েটার জন্য খুবই খারাপ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে, ও কতটা অস্বস্তিতে রয়েছে’। আর একজন আবার লিখেছেন, ‘এমন পোশাক পরো কেন যেটা পরে ঠিক করে বসতে অবশি পারো না?’

রশ্মিকার আগামী ছবির নিরিখে বলা হলে, অভিনেত্রীর হাতে এখন ‘মিশন মজনু’, ‘অ্যানিম্যাল’ এবং ‘গুডবাই’- এই ৩টি বিগ বাজেট বলিউড ছবি রয়েছে। পাশাপাশি ব্লকবাস্টার ‘পুষ্পাঃ দ্য রাইজ’এর সিক্যুয়েল, ‘পুষ্পাঃ দ্য রুল’এও তাঁকে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥