গ্ল্যামার দুনিয়ায় তথা আজকের তরুণ প্রজন্মের কাছে রশ্মিকা মন্দনা (Rasgmika Mandana) বেশ পরিচিত নাম। বর্তমানে নামের থেকে বেশি জাতীয় ক্রাশ নামে পরিচিত রশ্মিকা। কিছুদিন আগেই রশ্মিকা অভিনীত পুষ্পা (Pushpa) ছবিটি মুক্তি পেয়েছে। যা ব্যাপক হিট হয়েছে, সাথে ৪০০ কোটির রেকর্ড বক্স অফিস কালেকশন করেছে। ছবিতে শ্রীভাল্লি চরিত্রে রশ্মিকার অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের।
ছবিতে আল্লু অর্জুনের সাথে জুটি বেঁধেছেন রশ্মিকা। দুজনের জুটি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে সুপারহিট। অনেক পরিচালকেরাই এখন অভিনেত্রীকে নিজের ছবির নায়িকা বানাতে চান। তবে রশ্মিকাকে নায়িকা করা কিন্তু এতটাও সোজা নয়! মোটা টাকা পারিশ্রমিকের তো আছেই, তবে বলিউডের অনেক অভিনেতার সাথে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। আজ আপনাদের এমন ৪ অভিনেতার সম্পর্কে জানাবো যাদের সাথে কাজ করতে রাজি হননি রশ্মিকা মান্দানা।
১. শাহীদ কাপুর (Shahid Kapoor)
বলিউডের ‘কবির সিং’ শাহীদ কাপুর। জার্সি ছবির জন্য শাহিদের বিপরীতে মৃণাল ঠাকুরকে দেখা গিয়েছে। তবে শুরুতে কিন্তু মৃণাল নয় বরং রশ্মিকাকে ছবির প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে রশ্মিকা এই ছবিতে কাজ করার জন্য রাজি হননি।
২. কার্তিক আরিয়ান (Kartick Aryan)
বলিউডের চকোলেট হিরো কার্তিক আরিয়ান। রশ্মিকার প্রথম ছবি বা ডেবিউ ছবি ‘কিরকি পার্টি’ এর হিন্দি রিমেকে তৈরির সময় পরিচালক রশ্মিকাকে অফার দেন। কিন্তু নিজের ছবির রিমেক ছবিতে কাজ করতে চাননি রশ্মিকা। যদি রাজি হতেন তাহলে কার্তিক আরিয়ানের সাথে রশ্মিকা মান্দানার জুটি দেখতে পেত দর্শকেরা।
৩. রণদীপ হুডা (Randeep Huda)
বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনসালী। তিনি রণদীপ হুডা ও রশ্মিকা মান্দানাকে নিয়ে একটি বিগ বাজেট ছবি তৈরী করতে চেয়েছিলেন। কিন্তু রশ্মিকা এই ছবির প্রস্তাবে রাজি হননি, তাই সেই ছবির কাজ আরও এগোয়নি।
৪. থালাপাথি বিজয় (Thalapathy Vijay)
দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপাথি বিজয়। সুপারহিট ছবি ‘মাস্টার’ এর জন্য রশ্মিকা মান্দানাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
অর্থাৎ বুঝতেই পারছেন এই চার অভিনেতাকে ইতিমধ্যেই একপ্রকার রিজেক্ট করে ফিয়েছেন রশ্মিকা। প্রসঙ্গত, যেমনটা জানা যাচ্ছে পুষ্পা ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী। তবে প্রথম পর্ব সুপারহিট হতেই দ্বিতীয় পর্বের জন্য ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এবার থেকে একটা সিনেমার জন্যই ৩ কোটি টাকা নেবেন অভিনেত্রী।