বলিউডে রণবীর সিং (Ranvir Singh) বেশ পরিচিত নাম। বলিউডে রামলীলা, বাজিরাও মাস্তানী, পদ্মাবতীর মত সিনেমাগুলির পর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। প্রতিটি ছবিতেই নিজের অসাধারণ অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন রণবীর সিং। যেকোনো চরিত্রেই নিজেকে দারুন খাপ খায়িয়ে নিতে পারেন রণবীর সিং। বলিউডের সুন্দরী নায়িকা দীপিকা পাডুকোনকে নিয়ে করেছেন রণবীর। তবে বলিউডের আরেক অভিনেত্রীকে দেখে রীতিমত হা হয়ে গিয়েছিলেন রণবীর।
কে সেই অভিনেত্রী! তিনি আর কেউ নন অক্ষয় কুমারের (Akshay Kumar) একসময়ের প্রেমিকা রাভীনা টন্ডন (Raveena Tandon)। বলিউডের সুন্দরী এই অভিনেত্রীকে দেখে রীতিমত হা করে তাকিয়ে ছিলেন রণবীর সিং। নিজেই এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কাহিনী শেয়ার করেছিলেন অভিনেতা।
রণবীর সিং বলেন, ‘আমার তখন ৮ বছর বয়স হবে। কানাডা থেকে এক সম্পর্কের ভাই এসেছিল। তাকে নিয়ে শুটিং অক্ষয় কুমার ও রাভীনা টন্ডনের ছবির শুটিং দেখতে গিয়েছিলেন রণবীর। শুটিং দেখতে যখন পৌঁছান দুজন তখন ঝর্নার দৃশ্যের শুটিং চলছিল।
আর সেই সময় রাভীনা টন্ডনকে দারুন সুন্দরী দেখাচ্ছিল। এতটাই সুন্দরী দেখাচ্ছিল যে নজর ফেরাতে পারিনি তার থেকে হা করে তাকিয়ে ছিলাম। এরপরেই রাভীনা টন্ডন আমায় দেখতে পান’।
রণবীরকে হা করে তাকিয়ে থাকতে দেখে নাকি রেগে গিয়েছিলেন রাভীনা টন্ডন। এরপর শুটিংয়ের সেট থেকে রণবীরকে বের করে দিতে বলেছিলেন অভিনেত্রী। রাভীনার সেদিনের সেই আচরণে বেশ দুঃখ পেয়েছিলেন রণবীর সিং। এরপর সেখানে অক্ষয় কুমার হাজির হন আর রাভীনার চুলের প্রশংসা করেন। সেই থেকেই রাভীনার পাশাপাশি অক্ষয় কুমারের ফ্যান হয়ে গিয়েছিলেন রণবীর।