• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা-মেয়ে দুজনে মিলে আমার কেরিয়ার শেষ করেছে! ভাট পরিবার নিয়ে বিস্ফোরক রণবীর

Published on:

Ranvir Shorey blames Bhatt family for destroying his career

বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন রণবীর শোরে (Ranvir Shorey)। হাসির রোল হোক কিংবা গুরুগম্ভীর কোনও চরিত্র, রণবীর সবেতেই সাবলীল। ভিডিও জকির মাধ্যমে কেরিয়ার শুরু হওয়ার পর ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবি ‘এক ছোটিসি লাভ স্টোরি’তেই মনীষা কৈরালার মতো নামী অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।

প্রথম ছবিতেই নজর কাড়ার পর ‘খোসলা কা ঘোসলা’, ‘ভেজা ফ্রাই’, ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’-সহ একাধিক ছবিতে অভিনয় করেন রণবীর। বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বারবার।

Ranvir Shorey

তবে দুর্দান্ত অভিনয় হলেও, বলিউডে সেই ভাবে কাজ পাননি রণবীর। তাঁর ব্যক্তিগত জীবনের নানান বিতর্কের ছাপ বারংবার কাজের ওপর এসে পড়েছে। অভিনেতা অবশ্য এই জন্য খোলামেলা ভাবেই দায়ী করেছেন ভাট পরিবারকে (Bhatt family)। উল্লেখ্য, কঙ্কনা সেন শর্মাকে বিয়ে করার আগে রণবীরের সম্পর্ক ছিল মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যা তথা অভিনেত্রী পূজা ভাটের (Pooja Bhatt) সঙ্গে।

সেই সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। একে অপরকে প্রকাশ্যে কাঁদা ছোড়াছুড়ি তো বটেই, সেই বিতর্ক গড়িয়েছে বান্দ্রা পুলিশ স্টেশন অবধিও। মহেশ কন্যার অভিযোগ ছিল, রণবীর নাকি মদ্যপান করে তাঁকে মারতেন। অপরদিকে অভিনেতার দাবি, লিভ ইন সম্পর্কে থাকাকালীন মাঝেমধ্যেই একসঙ্গে মদ্যপান করতেন দু’জনে। তখনই শুধু হতো ঝামেলা।

Ranvir Shorey and Pooja Bhatt

শুধু এটুকুই নয়, রণবীরের দাবি, তিনি কোনও ছবিতে কাজ পেলেই সেই পরিচালক কিংবা প্রযোজকের কাছে গিয়ে তাঁর বিরুদ্ধে বলে আসতেন মহেশ এবং পূজা। ভাট পরিবার কোনোভাবেই যুক্ত নন এমন ছবির কাজেও বাধা আসত। সেই কারণে বড় পর্দায় কাজ পাবেন না ধরে নিয়েই ছোট পর্দায় রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করা শুরু করেন তিনি।

দুর্দান্ত অভিনেতা হলেও, পূজার সঙ্গে সম্পর্ক ভাঙার পর হাতে গোনা কয়েকটি ছবিতেই সুযোগ পেয়েছেন রণবীর। অভিনেতার দাবি, ভাট পরিবারের প্রভাবের জন্যই এমনটা হয়েছে। অপরদিকে মহেশের দাবি, রণবীর নাকি প্রচণ্ড মদ্যপান করতেন। শুধু তাই নয়, মদ্যপান করে সেটের মধ্যে অশান্তিও করতেন।

Mahesh Bhatt and Pooja Bhatt

মহেশের অভিযোগের পাল্টা রণবীর বলেন, তিনি এবং পূজা যখন একসঙ্গে মদ্যপান করতেন তিখন পূজা মাঝেমধ্যেই রেগে যেতেন। ঝামেলাও করতেন। সেই সময় তিনি যদি উঠে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে বাড়ত অশান্তির পরিমাণ।

এই কথা জানাজানি হলে ভাট পরিবার কালিমালিপ্ত হতে পারে, সেই কারণেই নাকি তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি রণবীরের। অভিনেতার আক্ষেপ, প্রত্যেকে শুধু মহেশ এবং পূজার কথাই বিশ্বাস করেছেন, কেউ তাঁর দিকটা জানতে চায়নি। তবে এখন অবশ্য চিত্রটা বদলেছে। শুধুমাত্র বড় পর্দাতেই নয়, রণবীর একাধিক ওয়েব সিরিজেও দাপিয়ে অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥