বলিউডের সুপারস্টার রণবীর সিং (Ranveer Singh)। ২০১০ সালে ব্যান্ড বাজে বারাত ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা। ধীরে ধীরে অভিনয় থেকে অঙ্গিভঙ্গি বদলে আজ বলিউডে জনপ্রিয়তার শিখরে রয়েছেন রণবীর। যেমন ফিট চেহারা তেমনি তুখড় অভিনয়। রামলীলা, গল্লি বয় থেকে পদ্মাবত প্রতিটা ছবিতেই নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন রণবীর।
জনপ্রিয়তা বাড়ায় সোশ্যাল মিডিয়াতে রয়েছে ৩৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার। প্রতিনিয়ত অনুগামীদের উদেশ্যে ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন অভিনেতা। তবে মাঝে মধ্যেই আবার অদ্ভুত সমস্ত সাজে এসে হাজির হন রণবীর। যা দেখে রীতিমত তুমুল চর্চা শুরু হয়ে যায়। গত জুন মাসে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Gucchi এর পোশাকের বিজ্ঞাপণীতে অদ্ভুত সাজে দেখা গিয়েছিল রণবীরকে। যেকারণে ব্যাপক চর্চায় ছিলেন অভিনেতা।
তবে লোকের কথায় সাধারণত খুব একটা কান দেননা অভিনেতা। সম্প্রতি সপ্তাহের শুরুতে একপ্রকার উৎসাহ দেবার মত পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। যেখানে জিমের পোশাকে টান টান পেশিতে ঘাম ঝরাতে দেখা গেল রণবীরকে। সাথে রয়েছে একটি বিশেষ বার্তা। বর্তমানে বিটাউনে নেপোটিজমের দিকে আঙ্গুল তুলেই একপ্রকার মনডে মোটিভেশন দিয়েছেন রণবীর।
ঘাম ঝরানো ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘ কেউই হাতে তুলে দেয়নি কিছু’। এমন একখানা ছবির সাথে ক্যাপশনটি ভাইরাল হতে সময় লাগেনি। ১১ লক্ষেরও বেশি নেটিজেনরা এই ছবিতে লাইক করেছেন। পাশাপাশি একাধিক সেলিব্রিটিরাও তার ছবিতে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোনকে বিয়ে করেছেন রণবীর। তাদের দাম্পত্য নিয়ে মাঝে মধ্যেই চর্চা হতে দেখা যায়। বর্তমানে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবির শুটিং করছেন অভিনেতা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। অন্যদিকে দীপিকা পাডুকোনের ছবি ‘৮৩’ মুক্তির অপেক্ষায় রয়েছে।