• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রনবীরের গলায় মুক্তোর মালা! বউয়ের হার পরেছেন বলে তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়

বলিউড (Bollywood) অভিনেতা রণবীর সিং (Ranveer singh) প্রায়শই তার পোশাক এবং ফ্যাশন স্টেটমেন্টের কারণে শিরোনামে উঠে আসেন। অদ্ভুত রঙ, অদ্ভুত ধরণের পোশাকও খুব সাবলীল ভাবেই ক্যারি করেন তিনি। তবে এরজন্য অসংখ্যবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নয়া অবতারে হাজির হতেই ফের তাকে নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়।

সাদা টিশার্টের সঙ্গে গলায় মুক্তোর মালা, কানে ডায়মন্ড স্টাড, চোখে সানগ্লাস আর ‘গুচি’র(gucci) বেসবল ক্যাপ পরে ছবি শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়ে যায় রণবীর সিং। সমুদ্র সৈকতের ধারে বারান্দা থেকে এই সেল্ফিটি তুলে, অভিনেতা ছবির ক্যাপশনে দীলিপ কুমার বৈজয়ন্তী মধুমতি ছবি থেকে কয়েকটি লাইন ধার নিয়ে লিখেছেন, “সুহানা সফর অর ইয়ে মৌসম হাসি”।

তার এই ছবি প্রকাশ্যে আসতেই হেসে কুটোপুটি নেটিজেনদের একাংশ। কেউ কেউ অভিনেতাকে জিজ্ঞেস করেছেন, তিনি তার স্ত্রী দীপিকার গয়নার বাক্স থেকে তিনি গয়না ধার নিয়েছেন কিনা। উঠে এসেছে রকমারি মন্তব্যও। কেউ লিখেছেন ‘দীপিকার হার খুলুন’, কেউ বা লিখেছেন, “দীপিকা নিশ্চই তার হার খুঁজছেন”।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

খুব শীঘ্রই অভিনেতাকে দেখা যাবে ’83’ ছবিতে। ১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে। এই ছবিতে তৎকালীন ক্যাপটেন কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥