• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউ দীপিকার প্রাক্তনের বিয়ের পরেই সুখবর দিলেন বলিউডের আলাউদ্দিন ! বাবা হতে চলেছেন রণবীর সিং

Ranveer Singh Child,Ranveer Singh as father,Ranveer Singh expecting,Ranveer Singh father,সদ্যজাতের সাথে রণবীর সিং,Ranveer Singh,Deepika Padukone দীপিকা পাড়ুকোন,Jayeshbhai Jordar,YRF,Instagram,জয়েশভাই জোরদার

এই মুহূর্তে পেজ থ্রির শিরোনামে রয়েছেন রনবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের বিয়ে (Alia bhatt)। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল এখন রালিয়ারই ছবি। সকলেরই জানা, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) চর্চিত প্রাক্তন ছিলেন রণবীর কাপুর৷ এবার তার বিয়ের পরেই বলিউডের পদ্মাবতীর স্বামী ওরফে রণবীর সিং (Ranveer singh)।

খবর পাওয়া যাচ্ছে, এবার নাকি বাবা হতে চলেছেন রণবীর সিং। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলিউডের আলাউদ্দিন খিলজি। তবে কি দীপভীরের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। স্ত্রী দীপিকার প্রাক্তন রনবীর কাপুরের বিয়ের পরেই বড় ঘোষণা করলেন রণবীর সিং, আর তা নিয়েই কার্যত চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।

Ranveer Singh Child,Ranveer Singh as father,Ranveer Singh expecting,Ranveer Singh father,সদ্যজাতের সাথে রণবীর সিং,Ranveer Singh,Deepika Padukone দীপিকা পাড়ুকোন,Jayeshbhai Jordar,YRF,Instagram,জয়েশভাই জোরদার

এবার ব্যাপারটা খোলাসা করেই বলা যাক। রণবীর সিং নিজের ইনস্টাগ্রামে তার আসন্ন ছবি জয়েশভাই জোরদারের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। আপলোড করা এই পোস্টারে লেখা , ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?’ , ‘আপনাদের কি মনে হয়’ রণবীর লেখেন। এই পোস্টারে রণবীরের হাতে একটি ফুটফুটে সদ্যজাতকেও দেখা যাচ্ছে।

Ranveer Singh Child,Ranveer Singh as father,Ranveer Singh expecting,Ranveer Singh father,সদ্যজাতের সাথে রণবীর সিং,Ranveer Singh,Deepika Padukone দীপিকা পাড়ুকোন,Jayeshbhai Jordar,YRF,Instagram,জয়েশভাই জোরদার

আগামী ১৩ ই মে মুক্তি পেতে চলেছে রণবীর সিংয়ের আসন্ন ছবি জয়েশভাই জোরদার। ছবির প্রচারের জন্যই এই কায়দা ব্যবহার করা হয়েছে। ছবিতে রণবীর সিং এক গুজরাটির ভূমিকায় অভিনয় করবেন। ছবিটির প্রথম পোস্টার আসে ২০১৯ সালে। কিন্তু করোনা কালীন লকডাউনের কারণে এই ছবির মুক্তি পিছিয়ে দেন প্রযোজকরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে রণবীর সিং বলেন এই ছবির নায়ক আগে দেখা সমস্ত নায়কদের তুলনায় আলাদা। এর আগেও গুজরাটির ভূমিকায় দেখা মিলেছে তার সঞ্জয় লীলা বনসালির ছবি রামলীলায়। এই ছবির পরিচালনা করবেন মণীশ শাহ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥