• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্টিতে নিমন্ত্রণ করে আমার গায়ে কুকুর ছেড়ে দিয়েছিল! বলিউডের নোংরামি নিয়ে বিস্ফোরক রণবীর সিং

সেই ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে বলিউডে (Bollywood) পথচলা শুরু হয়েছে রণবীর সিংয়ের (Ranveer Singh)। এরপর থেকে আর অভিনেতাকে পিছন ফিরে তাকাতে হয়নি। নিজের কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরি করেছেন অভিনেতা। এখন অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও রয়েছে পর্দার ‘খিলজি’র অসংখ্য অনুরাগী।

সম্প্রতি যেমন ম্যারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বলিউডের এই নামী অভিনেতা। সেখানে তাঁকে এটোয়েল ডি’অর পুরস্কারে ভূষিত করা হয়। এই নামী অনুষ্ঠানে গিয়েই রণবীর জানান, বলিউডে কত কষ্ট করে সফল হয়েছেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে হওয়া বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও ফাঁস করেন অভিনেতা।

   

Ranveer Singh

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রণবীর বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর অনেক লড়াই করেছেন। সেই স্ট্রাগলের কথা মনে করেই রণবীর বলেন, ইন্ডাস্ট্রির একজন নামী প্রযোজক, যিনি এখন আর বেঁচে নেই, তিনি একটি পার্টিতে অভিনেতার পিছনে কুকুর ছেড়ে দিয়েছিলেন। নেহাতই মজা দেখার জন্য এমনটা করেছিলেন তিনি।

পর্দার কপিল সিং এরপর বলেন, এত কিছুর পরেও সেই প্রযোজক তাঁকে মিটিংয়ের জন্য ডেকেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করো নাকি বুদ্ধির সঙ্গে কাজ করো?’  জবাবে অভিনেতা বলেছিলেন, ‘আমি নিজেকে বুদ্ধিমান মনে করতাম না। সেই কারণে আমি বলেছিলাম, ‘আমার মনে হয় আমি কঠোর পরিশ্রম করি’। একথা শোনা মাত্রই উনি বলেছিলেন, ‘ডার্লিং বুদ্ধিমান হও এবং সেক্সি হও’। প্রসঙ্গত, রণবীর সংশ্লিষ্ট প্রযোজকের কীর্তি ফাঁস করলেও তাঁর পরিচয় কিন্তু ফাঁস করেননি।

Ranveer Singh

বলিউডে সুযোগ পাওয়ার জন্য প্রায় তিন-সাড়ে তিন বছর লড়াই করলেও এখন নিজের প্রতিভার মাধ্যমে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন হয়ে গিয়েছেন রণবীর। ‘ব্যান্ড বাজা বারাত’এর মাধ্যমে ডেবিউ করার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। কিন্তু বলিউডের এত সফল একজন অভিনেতা হওয়া সত্ত্বেও ছিটেফোঁটা অহংকার নেই তাঁর।

রণবীর এই সব কিছুর শ্রেয়ই সেই তিন-সাড়ে তিন বছরের লড়াইকে দেন। অভিনেতার কথায়, ‘আমি সেই তিন-সাড়ে তিন বছরে সব ধরণের জিনিস অভিজ্ঞতা করেছি। আর আমার মনে হয়, সেই অভিজ্ঞতাগুলির জন্যই আমার কাছে এখন যা আছে সেগুলির কদর করতে পারি’।

site