রুপোলি পর্দায় সফলতা অর্জনের পর ছোট পর্দাতেও অভিষেক হতে চলেছে বলি-অভিনেতা (Bollywood) রণবীর সিংয়ের (Ranveer Singh)। কালার্স চ্যানেলের (Colors’ Channel) ক্যুইজ অনুষ্ঠান (Quiz Show) ‘দ্য বিগ পিকচার’-এ (The Big Picture) দেখা যাবে দীপিকার (Deepika Padukone) স্বামীকে। সূত্রের মতে, বানজিয়া এশিয়া (Banijay Asia) এবং আইটিভি স্টুডিওস গ্লোবাল এন্টারটেইনমেন্ট বি.ভি-র (ITV Studios Global Entertainment B.V) প্রযোজনায় চলবে এই অনুষ্ঠান। ভুট (Voot) এবং জিও (Jio) মাধ্যমেও দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
চ্যানেল সূত্রের খবর, আগামী আগস্টেই কালার্সের পর্দায় আসতে চলেছে এই অনুষ্ঠান। দ্য বিগ পিকচার প্রতিযোগীদের জ্ঞান ও ভিজ্যুয়াল স্মৃতিকে (Visual Memory) পরখ করবে। তিনটি লাইফলাইনের (Lifeline) সাহায্যে প্রায় ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিলে তবেই মিলবে অর্থ পুরস্কার। অনুষ্ঠানের এহেন আকর্ষণীয় কৌশলের কারণে বাড়িতে বসেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন দর্শকরা।
‘দ্য বিগ পিকচার’ সম্বন্ধে বলতে গিয়ে রণবীর সিংয়ের বক্তব্য, “আমার অভিনেতা জীবনে এক্সপেরিমেন্ট সর্বদা বিদ্যমান। ভারতীয় সিনেমামহল এবং দর্শকরা আমাকে অভিনেতা হিসেবে যে ভালবাসা ও সম্মান দিয়েছে, সেটা আমি কখনও অস্বীকার করতে পারব না। কিন্তু এখন কালার্সের দ্য বিগ পিকচারের মাধ্যমে প্রত্যেক দর্শকের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টায় রয়েছি আমি। বর্তমান প্রজন্মের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে এই ‘বিগ পিকচার’ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।”
গত সপ্তাহেই দ্য বিগ পিকচারের প্রোমো (Promo) শ্যুট করেছেন রণবীর সিং। ভায়াকম১৮-এর (Viacom18) হিন্দি গণ বিনোদন ও শিশু টিভি নেটওয়ার্কের (Hindi Mass Entertainment and Kids TV Network) প্রধান নিনা এলাভিয়া জয়পুরিয়া (Nina Elavia Jaipuria) জানিয়েছেন, “সবরকমের সীমাবদ্ধতা ভেঙে দ্য বিগ পিকচার নামে এক নতুন রকমের ক্যুইজ শো আনতে চলেছি আমরা। দর্শকদের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে রণবীর সিংই আমাদের প্রধান মাধ্যম। নিজের অনন্য স্টাইল ও কাজের মাধ্যমে ইতিমধ্যেই ইউথ আইকন হিসেবে নিজেকে তুলে ধরেছেন রণবীর সিং। আশা করি রণবীর সিংকে সকল দর্শকই পজিটিভলি নেবেন।”