• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়পর্দায় ফিরছে ছোটবেলার ‘শক্তিমান’, সিক্সপ্যাক বডি, কিলার লুকে নিউ শক্তিমান হচ্ছেন এই অভিনেতা

Updated on:

Shaktiman Coming soon in big screens Ranveer Singh might get casted

নব্বইয়ের দশকের শিশু মানেই সে ‘শক্তিমান’এর (Shaktimaan) ভক্ত- একথা প্রায় একপ্রকার নিশ্চিত। আমাদের নিজস্ব সুপারহিরো প্রত্যেক রবিবারগুলো যেন আরও অনেকটা মধুর কতে তুলত। ‘শক্তিমান’ বেশে মুকেশ খান্নাকে দেখার জন্য মুখিয়ে থাকত প্রত্যেকে। তবে এবার সেই ধারাবাহিকের অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে। শীঘ্রই ফিরছে ‘শক্তিমান’।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। শীঘ্রই ফিরছে আপনার পছন্দের ধারাবাহিক। তবে এবার ছোট পর্দায় নয়, বরং বড় পর্দায় দেখা যাবে ‘শক্তিমান’এর জাদু। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির ব্যাপারে ঘোষণা করা হবে। তবে দর্শকদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। ছবিতে সুপারহিরোর চরিত্রে সকলের প্রিয় মুকেশ খান্নাকে (Mukesh Khanna) দেখা যাবে না।

Mukesh Khanna as Shaktimaan

জানা যাচ্ছে, বড় পর্দার কপিল দেবকে এবার ‘শক্তিমান’এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। হ্যাঁ, ঠিকই দেখলেন। খানিকটা অবাক লাগলেও, এটিই সত্যি। বড় পর্দার শক্তিমান হতে চলেছেন রণবীর সিং। শোনা যাচ্ছে, নির্মাতারা শেষ পর্যন্ত তাঁকেই এই চরিত্রের জন্য বেছে নিয়েছে। বলিউডের ‘খিলজি’কে নিজের আইকনিক চরিত্রে দেখতে আসল ‘শক্তিমান’এর কেমন লাগবে?

Ranveer Singh likely to play Shaktimaan Character

‘শক্তিমান’ সিনেমা প্রসঙ্গে বক্তব্য রাখার সময় মুকেশ খান্না সাফ বলেন, ‘দর্শকরা জিজ্ঞেস করছে কে শক্তিমান হবে? এটা সত্যিই খুব বড় প্রশ্ন। তবে আমি এর জবাব দেব না। তবে এটাও ঠিক মুকেশ খান্নাকে ছাড়া শক্তিমান হবে না। কারণ যদি অন্য কেউ শক্তিমান হন, তাহলে সম্পূর্ণ দেশ তা গ্রহণ করবে না’।

Ranveer Singh to play Shaktimaan

ভারতের নিজস্ব সুপারহিরো হল ‘শক্তিমান’। ‘স্পাইডার ম্যান’এর মতোই শক্তিশালী এবং দারুণ ক্ষমতাসম্পন্ন এই চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। ধারাবাহিকে একদিকে চিত্র সাংবাদিক পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী এবং অপরদিকে ‘শক্তিমান’- এই দুই চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। সম্পূর্ণ বিশ্ববাসী জানত না, সাধারণ একজন চিত্র সাংবাদিকই অসাধারণ একজন সুপারহিরো। মুকেশ খান্না দারুণভাবে দুই চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। এবার দেখার, বড় পর্দায় ‘শক্তিমান’এর চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে রণবীর সিংও একইভাবে দুই চরিত্র ফুটিয়ে তুলতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥