• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি গাইবেন গান! সঞ্জয় লীলা বানশালির নতুন ছবিতে গায়ক হচ্ছেন রণবীর সিং

Published on:

Ranveer Singh Sanjay Leela Bhanshali

ফের এক বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) এবং রণবীর সিং(Ranveer Singh)। ‘রাম-লীলা’,’বাজিরাও মাস্তানি’,’পদ্মাবৎ’ এর পর এই নিয়ে চতুর্থবার জুটি রূপোলী পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। বানশালি ঘনিষ্ঠ সূত্রের খবর ‘বৈজু বাওরা'(Baiju Bawra)-তে রণবীর সিং-কে ইতিমধ্যেই চূড়ান্ত করে নেওয়া হয়েছে। জানা গেছে কোটাবারটাও পাকা। এখন শুধু ঘোষণা করতেই যা দেরি।

উল্লেখ্য প্রথমে ‘বৈজু বাওরা’র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অফার গিয়েছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) কাছে। কিন্তু ডেটের সমস্যা ও অনান্য কারণে সেই অফার ছেড়ে দেন রণবীর। এরপর বানশালির অফিসের বাইরে কার্তিক আরিয়ান কে দেখা যাওয়ায় জল্পনা তৈরি হয় তাকে এই সিনেমার নায়ক করতে চলেছেন বানশালি। কিন্তু পরে জানা যায় কার্তিক বানশালি ছবিতে অভিনয় করবেন একথা ঠিক কিন্তু এটা বৈজু বাওরা’তে নয়। এরপর এই ছবির অফার যায় বানশালির প্রিয় পাত্র রণবীর সিংয়ের কাছে। আর এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রের অফার পাওয়া মাত্রই কার্যত তা লুফে নেন রণবীর।

Ranveer Singh Sanjay Leela Bhanshali

জানা যাচ্ছে বানশালির অন্যান্য ছবির মতোই এই ছবিরও নজরকাড়া স্টার কাস্টিং থাকছে। টিনসেল টাউনের খবরএই ছবিতেও রণবীরের বীপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও থাকবেন আলিয়া ভাট, আর এই ছবির অপর গুরুত্বপূর্ণ চরিত্র তানসেনের চরিত্রে অজয় দেবগন কে দেখা যাবে বলে খবর।

Ranveer Singh

উল্লেখ্য বৈজু বাওরা ছিলেন মোঘল যুগের একজন ধ্রুপদী ক্লাসিক্যাল সঙ্গীতজ্ঞ। মোঘল আমলে আকবরের সভার নবরত্নের অন্যতম ছিলেন তানসেন। তিনিই ছিলেন বৈজু বাওরার অন্যতম প্রতিদ্বন্দ্বি। এই সিনেমার মাধ্যমে বানশালির হাত ধরে রূপোলী পর্দায় ফুটে উঠবে এক রোম্যান্টিক মিউজিকাল ড্রামা। জানা গেছে পর্দায় এমন এক ঐতিহাসিক চরিত্রকে ফুটিয়ে তুলতে এই ছবির জন্য রীতিমতো ক্লাসিক্যাল সঙ্গীতের তালিম নিতে হবে রণবীর সিংকে।

জানা গেছে বহু বছর ধরেই ‘বৈজু বাওরা’ নিয়ে ছবি করার পরিকল্পনা করে রেখেছিলেন বনশালি। বিভিন্ন কারণে বরাবর পিছিয়েছে এই ছবির শুটিং। প্রসঙ্গত, ২০১৯ সালে নেটমাধ্যমে এই ছবির কথা ঘোষণা করেছিল বনশালির ছবির নির্মাতা সংস্থা। তবে করোনা সংক্রমণের জেরে সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। আর এখন বনশালি ব্যস্ত রয়েছেন ‘গাঙ্গুবাঈ’ ছবির শুটিং নিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥