• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ সালমানকে টেক্কা দিতে তৈরী বাজিরাও! ১১৯ কোটির এলাহী বাড়ি কিনে প্রতিবেশী হলেন রণবীর সিং

Published on:

Ranveer Singh buys house worth 119 Crore in Mumbai

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অবশ্যই একজন হলেন রণবীর সিং(Ranveer Singh)। কমেডি চরিত্র হোক, বা গুরুগম্ভীর কোনও রোল, সবেতেই সাবলীল তিনি। তবে এবার এই অভিনেতার এক কাজের জন্যই বলিপাড়ার দুই সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খানের (Salman Khan) মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তাঁর জন্যই একে অপরের থেকে আরও দূরে চলে গিয়েছেন বড় পর্দার কর-অর্জুন।

কিন্তু এখন নিশ্চয়ই মনে এই  প্রশ্ন জাগছে যে রণবীর কী এমন করলেন যে কারণে শাহরুখ এবং সলমন একে অপরের থেকে দূরে চলে গেলেন। আসলে সম্প্রতি বড় পর্দার কপিল দেব মুম্বইয়ের বান্দ্রায় নিজের স্বপ্নের বাড়ি কিনেছেন। আর সেই কারণেই বেঁধেছে যত বিপত্তি।

Shah Rukh Khan and Salman Khan

রণবীর যে বাড়িটি কিনেছেন। সেটি বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত। টাওয়ার সাগর রেশমে থাকবেন তিনি। বাড়ির সামনে এসে দাঁড়ালেই দেখা যাবে আরব সাগর। আর সেই বিলাসবহুল বাড়ির দু’পাশে রয়েছে গ্যালাক্সি এবং মন্নত। অর্থাৎ সলমন খান এবং শাহরুখ খানের বাড়ি। আর ঠিক এই কারণেই বলা হয়েছে, দুই খানের মধ্যে এবার চলে আসলেন রণবীর।

সাগর রেশম টাওয়ারের ১৬-১৯ তলা পর্যন্ত রণবীর কিনেছেন। সম্পূর্ণ স্থানটি প্রায় ১১,২৬৬ স্কোয়্যার ফুটের। এর সঙ্গেই ১৩০০ স্কোয়্যার ফুটের একটি ছাদও রয়েছে তার সঙ্গে। বড় পর্দার খিলজির স্বপ্নের এই বাড়ির দাম ১১৯ কোটি টাকা। প্রত্যেক স্কোয়্যার ফুটের মূল্য এক লাখ টাকা। সিঙ্গেল রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের নিরিখে বলা হলে, এটি বিশ্বের সবচেয়ে দামি চুক্তি। ইতিমধ্যেই ৭.১৩ কোটি টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটিও হয়ে গিয়েছে।

Ranveer Singh

রণবীরের কাজের নিরিখে বলা হলে, তাঁর মুক্তিপ্রাপ্ত শেষ দুই ছবি ‘৮৩’ এবং ‘জয়েশভাই জোরদার’ বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়েছে। বহু প্রতীক্ষিত এই দুই ছবিই একেবারে মুখ থুবড়ে পড়েছিল। তবে এখন অভিনেতা করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’ ছবির শ্যুটিং করছেন। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥