• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মরণ কালেও রিমেকই ভরসা! রণবীর-জাহ্নবীকে নিয়ে ব্লকবাস্টার ছবি ‘তেজাব’এর রিমেক বানাচ্ছে বলিউড

গত বছরটতা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা রিলিজ করেছে, আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে রণবীর কাপুর- ফ্লপ হয়েছে প্রত্যেক সুপারস্টারের সিনেমা। কিন্তু নতুন বছরের সঙ্গেই ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে বলিউড। কিন্তু ঘুরে দাঁড়াতেও ভরসা সেই পুরনো ছবির রিমেক!

সম্প্রতি যেমন জানা গিয়েছে, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তেজাব’এর (Tezaab) রিমেক আসছে। ১৯৮৮ সালে রিলিজ হওয়া এই আইকনিক ছবির রিমেকের (Tezaab remake) মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবার দুই ‘ফ্লপস্টার’!

   

Tezaab movie

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘তেজাব’এর রিমেক তৈরির খবর পাওয়া গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অনিল-মাধুরীর এই আইকনিক ছবির স্বত্ব কিনেছেন প্রযোজক মুরাদ খেতানি। তিনি এই নিয়ে বি টাউনের দুই ‘ফ্লপস্টার’ রণবীর সিং এবং জাহ্নবী কাপুরের সঙ্গে কথাও বলেছেন। এখনও পর্যন্ত অবশ্য এই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

এর আগে অবশ্য একবার মুরাদ ‘তেজাব’ সম্বন্ধে কথা বলার সময় বলেছিলেন, ‘এটি একটি আইকনিক ছবি এবং আমরা যখন এটি তৈরি করব তখন এটির কাহিনী এখনকার মতো করে অ্যাডপ্ট করব’। তবে জানিয়ে রাখি, মুরাদ এই ছবিটি তৈরি করার ইচ্ছাপ্রকাশ করলেও, ‘তেজাব’এর পরিচালক কিন্তু রিমেকের বিরোধী ছিলেন।

Tezaab movie

অনিল-মাধুরীর ছবির পরিচালক এন চন্দ্রা একবার বলেছিলেন, ‘ ‘তেজাব’ একটি আইকনিক সিনেমা এবং আমার মনে হয় না এটির রিমেক তৈরি করা উচিত। আমি হই বা অন্য কেউ এই ছবিটি নিয়ে কাটাছেঁড়া করা উচিত নয়’। মিডিয়া রিপোর্ট অনুসারে, নির্মাতারা প্রথমে ‘তেজাব’এর রিমেকের জন্য কার্তিক আরিয়ান এবং শ্রদ্ধা কাপুরকে নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরে রণবীর এবং জাহ্নবীকে নেওয়ার কথা ঠিক করেন।

Ranveer Singh Janhvi Kapoor

প্রসঙ্গত, রণবীর সিংয়ের শেষ তিনটি ছবি বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে। ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’এর পর ‘সার্কাস’ও মুখ থুবড়ে পড়েছে। অপরদিকে জাহ্নবী কাপুর বলিউডে ডেবিউ করার পর থেকে শুধুমাত্র একটি হিট ছবি দিয়েছেন। ‘ধড়ক’ ছাড়া শ্রীদেবী-কন্যার আর কোনও ছবি ব্যবসার নিরিখে সফল হয়নি।