• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডুবছে ইন্ডাস্ট্রি, ফুলে ফেঁপে উঠছে তারকারা! এলাহী নতুন বাড়িতে গৃহপ্রবেশ সারলেন রণবীর-দীপিকা

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটির মধ্যে একটি হল রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জুটি। পর্দার ‘বাজিরাও মস্তানি’র বাস্তব জীবনেও রসায়ন একেবারে নজরকাড়া। বলি সুপারস্টার যেভাবে নিজের স্ত্রীয়ের খেয়াল রাখেন, তা অনুরাগীদের বিশেষ পছন্দের। এবার সেই ‘দীপবীর’ জুটিই তাঁদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করলেন।

রণবীর, দীপিকা গত বছরই মুম্বই থেকে দূরে একটি জমি কিনেছিলেন। সেখানে এতদিন ধরে বাড়ি তৈরির কাজ হচ্ছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার বি টাউনের এই তারকা জুটি নিজেদের নতুন বাড়িতে (New Home) প্রবেশ (Griha Pravesh) করে গিয়েছেন।

   

Ranveer Singh and Deepika Padukone

বড় পর্দার কপিল দেব সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে অনুরাগীদের সেই সংবাদ জানিয়েছেন। রণবীর এবং দীপিকা গত বছরই আলিবাগে এই সম্পত্তি কিনেছিলেন। মুম্বইয়ের থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বাড়ি বানিয়েছেন তাঁরা। একেবারে সমুদ্র সৈকতের সামনেই বলিউডের তারকা জুটির নতুন বাড়ি।

Ranveer Deepika new home

সোশ্যাল মিডিয়ায় রণবীরের শেয়ার করা একাধিক ছবিতে তাঁদের বাড়ির এবং গৃহপ্রবেশের পুজোর ঝলক দেখতে পাওয়া গিয়েছে। কোথাও দেখা গিয়েছে একসঙ্গে বসে পুজো করছেন রণবীর এবং দীপিকা। আবার কোথাও দেখা গিয়েছে, একসঙ্গে বাড়ির দরজা খুলছেন তাঁরা।

Ranveer Deepika new home

গত বছর ২২ কোটি টাকা দিয়ে আলিবাগে অবস্থিত এই জমি কিনেছিলেন রণবীর এবং দীপিকা। এরপর স্ট্যাম্প ডিউটির জন্য তাঁদের খরচ হয়েছিল ১.৩২ কোটি টাকা। মোট ৯০০০ স্কোয়্যার ফুটের এই সম্পত্তি থেকে একেবারে চোখ ফেরানো দায়। তবে শুধুমাত্র আলিবাগেই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত বছর বেঙ্গালুরুতেও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন দীপিকা। এই মুহূর্তে সেখানে কাজ চলছে।

Ranveer Deepika new home

‘দীপবীর’এর কাজের দিক থেকে বলা হলে, দু’জনের হাতেই রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। রণবীরের হাতে রয়েছে, ‘সার্কাস’ এবং ‘রকি অউর রাণী কি প্রেম কাহিনী’। অপরদিকে দীপিকার হাতে রয়েছে, ‘পাঠান’, ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’ এবং ‘মহাভারত’।