• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডাহা ফ্লপ! ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র বক্স অফিস কালেকশন শুনে মাথায় হাত করণ জোহরের

Rocky Aur Rani Ki Prem Kahani Box Office Collection: দীর্ঘ অপেক্ষার পর ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) হাত ধরে কামব্যাক করলেন পরিচালক করণ জোহর। মাল্টি স্টারার এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বাঙালি মেয়ে এবং পাঞ্জাবি ছেলের প্রেম কাহিনী দেখানো হয়েছে এই ‘টিপিক্যাল করণ জোহর’ (Karan Johar) সিনেমায়। ‘বার্বি’ আর ‘ওপেনহাইমার’র ক্রেজের মাঝে বক্স অফিসে কতখানি ছাপ ফেলতে পারলো রকি আর রানী? চলুন দেখে নেওয়া যাক ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন (Box Office Collection)।

করণ জোহরের এই সিনেমায় প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। রোম্যান্টিক ঘরানার এই ছবির জন্য দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সেই কৌতুহলের একটি কারণ যদি রণবীর-আলিয়া জুটির কেমিস্ট্রি হয়, তাহলে দ্বিতীয়টি অবশ্যই ছবির চোখ ধাঁধানো কাস্টিং।

   

Rocky Aur Rani Ki Prem Kahani, Rocky Aur Rani Ki Prem Kahani box office collection

‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকারা। এছাড়াও বাংলার চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীও রয়েছেন ছবিতে। সব মিলিয়ে তারকার মেলা যাকে বলে। তবে তা সত্ত্বেও রিলিজের দিন বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে এই সিনেমা।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, রণবীর-আলিয়ার সিনেমা রিলিজের দিন ১০-১২ কোটি টাকার ব্যবসা করবে। অঙ্কটা যে একেবারেই চমকপ্রদ নয় তা কমবেশি সবাই জানে। করণ জোহর পরিচালিত এই মাল্টি স্টারার সিনেমা আরও ভালো ওপেনিং করবে বলে আশা করেছিল প্রত্যেকে।

Rocky Aur Rani Ki Prem Kahani, Rocky Aur Rani Ki Prem Kahani box office collection

চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘পাঠান’কে যদি বাদ দেওয়া হয়, তাহলে এই বছরও বলিউড সিনেমাগুলি বক্স অফিসে সেভাবে কামাল দেখাতে পারেনি। ‘জারা হাটকে জারা বাঁচকে’ রিলিজের দিন মাত্র ৫ কোটি টাকা আয় করেছিল। ‘সত্যপ্রেম কি কথা’ কামিয়েছিল ১০ কোটি টাকা। অপরদিকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’র আয় ছিল ১৫ কোটি টাকা।

এমতাবস্থায় অনেকেই ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র সাফল্য দেখবেন বলে আশা করেছিলেন। তবে তেমনটা হল না। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, সপ্তাহান্তে হয়তো ছবির আয়ের অঙ্ক কিছুটা বাড়তে পারে। রবিবার পর্যন্ত হয়তো ২৮-৩০ কোটি আয় করে ফেলবে রণবীর-আলিয়ার ছবি। তবে সেই অঙ্কটাও যে একেবারে আহামরি কিছু নয় তা সকলেরই জানা।