• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপিকার সাথে চুম্বনে এতটাই মজেছিলেন রণভীর যে একাধিক বার কাট বলে থামাতে হয়েছিল দুজনকে

বলিউডের সেলিব্রিটি দম্পতি রয়েছেন অনেকেই। বলিউডের অভিনেতা রণভীর সিং (Ranveer Singh) ও অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) হলেন বলিউডের হট দম্পতিদের মধ্যে অন্যতম। সিনেমার পর্দা হোক বা আসল জীবন দুজনের জুটি দারুন জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। ‘রাম লীলা (Raam Leela)’ থেকে ‘বাজিরাও মাস্তানি (Bajirao Mastani)’ ছবিতে দুজনের অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। শোনা যায় অভিনেতা ও অভিনেত্রীর মাঝের কেমিস্ট্রি নাকি দারুন স্ট্রং।

   

রাম লীলা ছবির শুটিং চলাকালীনও নাকি রোমান্সে  মশগুল হয়ে যেতেন দুজনে। জানা যায়, ছবিতে ‘গোলিওকা রাস লীলা’ গানে একসময় শুটিং চলাকালীন একটি চুম্বনের দৃশ্যে এতটাই মজেছিলেন দুজনে যে সিন শেষ হয়ে গেলেও দুজনের চুম্বন চলতেই থাকে। পরিচালক সঞ্জয়কে একাধিক বার কাট কাট বলে তবে দুজনের চুমু থামাতে হয়েছিল।

রাম লীলা ছবিতাই দীপিকার সাথে প্রথম দেখা গিয়েছিল রণভীর সিংকে। আর ছবির শুটিং থেকে শেষ পর্যন্ত একেঅপরের অনেকটা ঘনিষ্ঠ হয়ে পড়েন দুজনে। যার ফলে শুরু হতে থাকে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা। এর পর দীর্ঘদিন ডেটিং করেছেন দুজনেই। শেষে ২০১৮ সালে দীপিকা পাডুকোনকে ইতালির একটি প্রাইভেট  আইল্যান্ডে রাজকীয় ভাবে বিয়ে করেন রণভীর।

দীপিকা ও রণবীরকে আসন্ন  ‘৮৩’ ছবিতে একসাথে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ২০২০তাই রুপোলি পর্দায় আসত। কিন্তু, মহামারীর কারণে তা পিছিয়ে গিয়েছে। যেমন তা জানা যাচ্ছে ২০২১ সালে রুপোলি পর্দায় একসাথে ফের দেখা যাবে এই সেলেব দম্পতিকে। সম্প্রতি রণভীর ও দীপিকা তাদের বিয়ের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছেন। একেবারে রোমান্টিক স্টাইলে দ্বিতীয় বছর উদযাপন করেছেন সেলেব দম্পতি। বিবাহ বার্ষিকীর একাধিক ছবি শেয়ার করেন অভিনেতা ও অভিনেত্রী তাদের সোশ্যাল মিডিয়াতে যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল।

site