সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে কিছু সিরিয়াল শেষ হয়ে গেলেও শেষ হয় না। সিরিয়ালের (Serial) নায়ক নায়িকারা মনে গেঁথে রয়েই যায়। তাছাড়া সব সিরিয়ালের কাহিনী তো আর একই হয় না, তাই কিছু গল্পের নায়িকারা একটু আলাদাই মনে ধরে যায়। এই যেমন ‘রানু পেল লটারি’ সিরিয়ালের অভিনেত্রী বিজয়লক্ষী চট্টোপাধ্যায় (Bijoylokkhi Chatterjee)। সিরিয়াল শেষ হয়ে কয়েক বছর কেটে গিয়েছে তবে আজও অভিনেত্রীকে মনে রেখেছেন দর্শকেরা।
আজ থেকে প্রায় ৩ বছর আগে ২০১৯ এই শেষ হয়ে গিয়েছিল ‘রানু পেল লটারি’ (Ranu Pelo Lottery)। সিরিয়ালে রানুর চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়লক্ষী। এরপর থেকে অভিনেত্রীকে আর সেভাবে দেখা যায়নি, মানে পর্দায় দেখা মেলেনি। যদিও মাঝে জি বাংলার ‘রান্নাঘর’ সিরিয়ালে আর ‘দিদি নং ১’ এ উপস্থিত হয়েছিলেন তিনি। বহুদিন পর অভিনেত্রীকে আবারও পর্দায় দেখে দারুণ খুশি হয়েছিল দর্শকেরা।
অভিনেত্রীকে পর্দায় দেখেই দর্শকদের মনে প্রশ্ন, কবে আবারও নতুন কোনো সিরিয়ালে দেখা যাবে তাঁকে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলেছে। শীঘ্রই আবার পর্দায় ফিরতে চলেছেন বিজয়লক্ষী চট্টোপাধ্যায়। তবে সিরিয়ালে নয়, বরং ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। এখন প্রশ্ন কোন ওয়েব সিরিজে? কেমন চরিত্রে দেখা মিলবে?
যেমনটা জানা যাচ্ছে, হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের চতুর্থ সিজেনে দেখা যাবে অভিনেত্রীকে। এই ওয়েব সিরিজের প্রথম থেকে তৃতীয় সিজেনে প্রিয়াঙ্কা সরকার, রাইমা সেনদের মত অভিনেত্রীদের দেখা গিয়েছিল। তবে এবার চরিত্রে কিছুটা বদল আসতে চলেছে, তাই দেখা যাবে ‘রানু’ অভিনেত্রীকে। কিন্তু ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে সেই সম্পর্কে এপর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
‘হ্যালো’ সিজেন ৪-এ অবশ্য বিজয়লক্ষী ছাড়াও টলিউডের পায়েল সরকার, ঈশা সাহা, লাবণী সরকার সহ সৌরভ চক্রবর্তিকেও দেখা যাবে। তাই আশা করা যায় নতুন সিজেনেরও জনপ্রিয়তা থাকবে বেশ। তাছাড়া দীর্ঘদিন পর পছন্দের অভিনেত্রীর অভিনয়ের ফেরার খবরে উচ্ছসিত হয়েছেন ভক্তদের অনেকেই।
প্রসঙ্গত, শুধুমাত্র ‘রানু পেল লটারি’ সিরিয়ালের জেরেই জনপ্রিয়তা পান নি অভিনেত্রী। তাঁকে এর আগেও ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ও ‘দ্বিরাগমন’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রতিটা সিরিয়ালেই নিজের দক্ষ অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি।