• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ওমাগো টুরু লাভ’! বাইকে বসেই লং ড্রাইভে যাচ্ছে রানু মন্ডল! হেসে গড়াচ্ছে নেটপাড়া 

Published on:

রানু মন্ডল,Ranu Mondal,টুরু লাভ,True love,ভাইরাল ভিডিও,Viaral Vidio,সোশ্যাল মিডিয়া,Social Media

ইদানিং আমাদের রোজকার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া Social Media)। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই আজকের দিনে অত্যন্ত পরিচিত একটি শব্দ হল ভাইরাল। খারাপ ভালো যে কোনো বিষয়ই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। এই যেমন নদীয়া জেলার রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)।

আজকের দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ রানু মন্ডলকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। ২ বছর আগে রানাঘাট স্টেশনে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন আজকের রানু দি। সেই শুরু, এরপর আসমুদ্র হিমাচল ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েন তিনি।

Ranu Mondal

এখন গোটা দেশ তাকে একডাকে চেনে। একসময়  মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ারও সুযোগ পেয়েছিলেন রানু। সেই গান একসময় ঝড় তুলেছিল পাড়ার চায়ের ঠেক থেকে পূজা মন্ডপ সর্বত্র। কিন্তু একটা সময় আলপটকা মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন সকলের প্রিয় রানু দি।

রানু মন্ডল,Ranu Mondal,টুরু লাভ,True love,ভাইরাল ভিডিও,Viaral Vidio,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু তা ছিল সাময়িক। এখন তো সময়ের সাথে দিনে দিনে যেন বেড়েই চলেছে রানু ম্যাজিক। তাই এখন প্রায়দিনই রানু মন্ডলের রাণাঘাটের ওই ভাঙাচোরা বাড়িতেই তার সাথে ভিডিও বানানোর জন্য ভীড় জমান একের পর এক ইউটিউবাররা। এমনকি শুধুমাত্র রানু মন্ডলের সাথে ভিডিও বানানোর জন্য কেউ কেউ আবার বাংলাদেশ থেকেও এসেছেন ভারতে।

রানু মন্ডল,Ranu Mondal,টুরু লাভ,True love,ভাইরাল ভিডিও,Viaral Vidio,সোশ্যাল মিডিয়া,Social Media

কিছুদিন আগেই  এক বাংলাদেশী ইউটিউবারের সাথে বিয়ে (Marriage) করতে দেখা গিয়েছিল রানু মন্ডলকে। মাঝে মধ্যেই তার সাথে রানু মন্ডলের নানা রকম ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রানু মন্ডলকে নীল রঙের একটি বাইকের পিছনে বসিয়ে নিয়ে একটি হিন্দি গানে লিপসিং করছেন এক যুবক। এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে উঠেছে হাসির রোল। একজন নেটিজন লিখেছেন ‘ওমাগো টুরু লাভ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥