• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে! এবার লাল বেনারসিতে কনের সাজে বাদাম বাদাম গাইলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

রানু মন্ডল,বিয়ে,রানু মন্ডলের ভিডিও,রানু মন্ডলের বাদাম বাদাম গান,রানু মন্ডলের বিয়ে,বিয়ের সাজে রানু মন্ডল,রানু মন্ডল মেকাপ ভিডিও,Ranu Mondal,badam badam,ranu Mondal wedding

এক মুহুর্তের জন্যেও শিরোনাম থেকে সরেন না রানাঘাটের ভাইরাল গায়িকা রানু মন্ডল (Ranu Mondal)। তার আর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, স্টেশনের ভিক্ষুক গায়িকা থেকে প্রতিভা আর ভাগ্যের জোরে এই মুহুর্তে তিনি ইন্টারনেটের নয়া সেনসেশন। সেই শুরু, এরপর আসমুদ্র হিমাচল ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েন তিনি। যার জেরে আরব সাগর পাড়ে মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ার সুযোগও পেয়েছিলেন রানু। সেই গান একসময় চায়ের ঠেক থেকে পাড়ার পূজা মন্ডপ দাপিয়ে বেড়িয়েছে সর্বত্র।

এছাড়াও তার আলটপকা মন্তব্য করার স্বভাব সম্পর্কে সকলেই অবগত। কিন্তু তার এই ভুলভাল কথাই যে এই সময়ের ট্রেন্ড হয়ে যাবে তা তিনি নিজেও ভাবেননি। প্রতিনিয়তই তাই তার ভাঙাচোরা বাড়িতে হাজির হন কোনো না কোনো ইউটিউবার। এরমধ্যেই দিন কয়েক আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, ২১ বছর বয়সী এক বাংলাদেশী ইউটিউবারের সাথে বিয়ে (Marriage) করছেন রানু মন্ডল।

রানু মন্ডল,বিয়ে,রানু মন্ডলের ভিডিও,রানু মন্ডলের বাদাম বাদাম গান,রানু মন্ডলের বিয়ে,বিয়ের সাজে রানু মন্ডল,রানু মন্ডল মেকাপ ভিডিও,Ranu Mondal,badam badam,ranu Mondal wedding

রানু মন্ডল কে ভালোবেসে আই লাভ ইউ বলছে ওই যুবক, এরপরেই রানু মন্ডলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘুরপাক খাচ্ছে যদিও এসবই যে মজার ছলে কেবল লাইক আর ভিউজ কুড়োনোর ধান্দা, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

রানু মন্ডল,বিয়ে,রানু মন্ডলের ভিডিও,রানু মন্ডলের বাদাম বাদাম গান,রানু মন্ডলের বিয়ে,বিয়ের সাজে রানু মন্ডল,রানু মন্ডল মেকাপ ভিডিও,Ranu Mondal,badam badam,ranu Mondal wedding

এরমধ্যেই সামনে এলো রানু মন্ডলের আরও একটা ভিডিও। যা দেখে কার্যত চমকে ওঠার জোগাড় হয়েছে নেটবাসীদের। এই বয়সে এক্কেবারে নতুন কনের মতো লাল বেনারসি, সোনার গয়নায় সেজেছেন তিনি। বেশির ভাগ সময়ই তার পরনে থাকে নোংরা নাইটি, অথবা মলিন পোশাক।।

এবার সেসব ছেড়ে এক্কেবারে ঝাঁচকচকে কনের সাজে তাকে দেখে চেনা হচ্ছে দায়। নাকে তার বড় নথ, মুখে চড়া মেকাপ, টিপের পাশে চন্দনের কলকা৷ শুধু তাই নয় এই সাজে ‘বাদাম বাদাম’ গান ও গাইতে শোনা গিয়েছে রানু মন্ডলকে। বেশ অঙ্গভঙ্গি করেই গাইলেন তিনি। তার এই কান্ড দেখে হেসে লুটোচ্ছেন নেটবাসী।

https://youtu.be/zKe6fOQbLm4

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥