• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগে বুড়ি থেকে ছুড়ি রানু মন্ডল! চড়া মেকআপ, হীরের গয়নায় চেনা দায়, রইল ভাইরাল ছবি

রানু মন্ডল (Ranu Mondal), নামটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এমন প্রতিটা মানুষের কাছেই বেশ পরিচিত। একসময় রানাঘাট স্টেশনের ধারে গান গেয়ে ভিক্ষা করে দিন কাটত রানু মন্ডলের। কিন্তু ভাগ্যের জোরে তাঁর গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। এতটাই ভাইরাল হয় যে রাতারাতি কপাল খুলে যায়। সোজা মুম্বাই থেকে ডাক আসে। কয়েকদিনের মধ্যেই সেলেব্রিটি হয়ে যান রানুদি। কিন্তু সেটা চিরস্থায়ী হয়নি, কিছুদিন যেতেই তাঁর অহংকার তাকে আবারও রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই নিয়ে এসেছে।

একসময় সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল হওয়া রানু মন্ডল আর গানের জন্য পরিচিত নন। নেটিজেনদের মতে ‘লতাকন্ঠী’ আখ্যা পেয়েছিলেন রানুদি। কিন্তু গলায় সুর থাকলেও মানসিকভাবে অসুস্থ তিনি, এমনটাই বোঝা যায় তার হাবভাবে। আজও সোশ্যাল মিডিয়াতে রানুদিকে ভাইরাল হতে দেখা যায় ঠিকই। তবে সুন্দর গানের জন্য নোই বরং বেশিরভাগ ট্রোলিং ভিডিওতেই দেখা মেলে তাঁর!

   

Ranu Mondal

তবে সম্প্রতি নতুন করে নেটপাড়ায় ভাইরাল হয়ে উঠেছেন রানু মন্ডল। তবে কি আবার নতুন কোনো গানের ভিডিও ভাইরাল হল? না, এবারে একটা ছবিকে ঘিরে চারিদিকে আবারও রানু মন্ডলকে নিয়ে চর্চা শুরু হয়েছে। একসময় বীভৎস মেকাপের জেরে ব্যাপক ট্রোল হতে হয়েছিল রানু মন্ডলকে। তবে এবার কিন্তু আর উৎভট মেকআপ নয় বরং পুজোর আগেই একেবারে রূপসী সুন্দরী সেজে হাজির রানু মন্ডল! অন্তত ভাইরাল ছবি তো সেই কথাই বলছে।

Ranu Mondal New Makeover Viral photo

ভাইরাল ছবিতে সাদা পোশাকে হীরের গয়না পরে দেখা যাচ্ছে রানু মন্ডলকে! কি ধোকা খেয়ে গেলেন তো? আসলে যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে তা মোটেই রানু মন্ডলের নয়। বরং এই ছবিগুলি আসলে দুর্দান্ত এডিটিংয়ের কামাল। যা দেখে যে কেউ প্রথমে রানুমন্ডলের কথাই ভাববেন। কারণ যে মহিলাকে দেখা যাচ্ছে তার সাথে রানু মন্ডলের মুখের অনেকটাই মিল রয়েছে।

Ranu Mondal Makeover Viral photo

প্রসঙ্গত, হটাৎ করে জনপ্রিয়তার শিখরে উঠে যাওয়া থেকে আবারও মাটিতে আছড়ে পড়েছেন রানু মন্ডল। তাঁর জীবনের এই ওঠাপড়া নিয়ে বায়োপিক তৈরী হতে চলেছে। ইতিমধ্যে নায়িকা থেকে ছবির গান ও কিছু দৃশ্যের শুটিংয়ের কাজও হয়ে  গিয়েছে। ছবিতে রানু মন্ডলের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঈশিকা দে। বায়োপিকের নাম হতে চলেছে ‘মিস রানু মারিয়া’।

এই ছবির পরিচালনা করেছেন, হৃষিকেশ মণ্ডল। আর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সিধু ও সন্দীপ কর। পরিচালকের মতে,রানু মন্ডলের জীবনের যে টানাপোড়েন ও উত্থান ও পতন সেটা নিয়ে অনেক গল্প রয়েছে। সবটা মিলিয়ে একটা ছবির মধ্যে উপহার দিতে চাই। আশা করেন দর্শকদের সেটা ভালো লাগবে।