নেটবাসীদের দৌলতেই রাতারাতি স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)। প্ল্যাটফর্মে বসে খালি গলায় গান ধরেছিলেন তিনি, গায়ে তার নোংরা ছেঁড়া পোশাক, মুখে চোখে ময়লা। কিন্তু তার গান শুনে থমকে দাঁড়িয়েছিলেন এক পথচারী। সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে হয়ে পড়ে ভাইরাল। এর পরেই ঘটে যায় ম্যাজিক।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও দেখে স্বয়ং হিমেশ রেশমিয়া রানু মন্ডলের সাথে গান বাঁধেন। এরপর হিমেশ সেই প্রতিভাকে পৌঁছে দেন সারা বিশ্বের দরবারে। রানুর সঙ্গে ডুয়েটে তিনি গান ‘তেরি মেরি কাহানি’। আর তার সেই গান আগের বছর দাপিয়ে বেড়িয়েছে সমস্ত পুজো মন্ডপে।
কিন্তু তার এই হঠাৎ জনপ্রিয়তায় ভাটাও পড়ে এক বছরের মধ্যেই। ফের রানাঘাটের ভাঙা বাড়িতেই কষ্টেসৃষ্টে দিন কাটছে তার৷ আগেই শোনা গিয়েছিল এবার তার জীবনের এই পুরো ওঠাপড়া ফুটে উঠবে সিনেমায়। ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইশিকা দে। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। ‘পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই’, ‘সেক্রড গেমস’ ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন ইশিকা।
তার বায়োপিকেই সঙ্গীত পরিচালনা করছেন বাংলার সুরকার তথা গায়ক সিদ্ধার্থ রায় (Siddhartha Ray) ওরফে সিধু (Sidhu)। আর তার সুরেই প্লে ব্যাক গাইবেন রাণু মন্ডল। সম্প্রতি নিজের সুর আর গানের কম্পোজিশন শোনাতেই ছবির পরিচালক হৃষিকেশ মন্ডলের সঙ্গে রানুর বাড়ি পৌঁছেছিলেন সিধু।
এই ছবিতে সিধু ছাড়াও মিউজিক ডিরেকশনের দায়িত্বে থাকবেন সুরজিৎ চ্যাটার্জী (Surajit Chatterjee), নীলাকাশ রায় (Nilakash Ray), সন্দীপ কর (Sandip Kar)। এই ছবির মাধ্যমেই হিন্দী সঙ্গীত জগতে মিউজিক ডিরেক্টিকর হিসেবে ডেবিউ করতে চলেছেন। ইতিমধ্যেই রাণু মন্ডলের বায়োপিকের পোস্টার প্রকাশ পেয়েছে।
View this post on Instagram