• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেলাশুরু’ রিলিজ হতেই দুর্দান্ত কামব্যাক! খালি গলায় ‘টাপা টিনি’ গাইলেন রানু মন্ডল, রইল ভিডিও

Published on:

রানু মন্ডল,টাপা টিনি,Ranu Mondal,Tapa Tini,Ranu Mondal Singing Tapa Tini,Ranu Mondol Tapa Tini Song video

সোশ্যাল মিডিয়াতে আনাগোনা রয়েছে অথচ রানু মন্ডলকে (Ranu Mondal) চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বাচ্চা থাকে বুড়ো সবাই  চেনে রানু মন্ডলকে। একসময় লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন তিনি। লোকে লতাকন্ঠী নাম উপাধি দিয়েছিল তাকে। সেদিনের মত জনপ্রিয়তা এখন আর নেই, তবে এবার ‘বেলাশুরু’ (Belashuru) ছবির ‘টাপা টিনি’ (Tapa Tini) গান দিয়েই সবাইকে চমকে দিলেন রানু মন্ডল।

রানাঘাটের স্টেশনের ধরে ভিক্ষা করেই দিন কাটত রানু মন্ডলের। এরপর একদিন তাঁর গানের ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি করে শেয়ার করেন এক ব্যক্তি সেটাই ভাইরাল হয়ে যায়। রানুদির গান পৌঁছে যায় মুম্বাইতে, হিমেশ রেশমিয়া নিজে তাঁর সাথে ‘তেরি মেরি’ গান রেকর্ডিং করেন। কিন্তু জনপ্রিয়তা পেয়ে নাকি অহংকার বেড়ে গিয়েছিল তাঁর। তাই যেমন রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তেমনি হারিয়েও গিয়েছেন।

Ranu Mondal

বর্তমানে মূলত ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় দিনই রানু মন্ডলকে নিত্য নতুন ভিডিওতে দেখা যায়। কখনো ভক্তদের অনুরোধে গান গাইছেন তো কখনো আবার নেচেও দিচ্ছেন। এছাড়া ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে নতুন নতুন গান গাওয়া তো রয়েছেই। আর সম্প্রতি ‘বেলাশুরু’ ছবির সুপারহিট গান ‘টাপা টিনি’ গান গেয়ে আবারও ভাইরাল হয়ে পড়েছেন রানু মন্ডল।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক ইউটিউবার রানু মন্ডলের বাড়ি পৌঁছে গিয়েছে তাঁর সাক্ষাৎকার নিতে। সেখানেই টাপা টিনি গান গাওয়ার অনুরোধ জানায় সে। গানটা আগে থেকে জানতেন না রানুদি, তাই তাকে প্রথমে শিখিয়ে দেওয়া হয়। শেখার কিছুক্ষণের মধ্যেই খালি গলায় দুর্দান্ত ভাবে ‘টাপা টিনি’ গিয়ে শুনিয়ে দিলেন রানু মন্ডল।

ইতিমধ্যেই রানু মন্ডলের গলায় ‘টাপা টিনি’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি বেড়েই চলেছে দর্শকের সংখ্যা। তবে এখন দেখার বিষয় এই গানের জেরে আবারও চরম ভাইরাল হতে পারেন কি না রানু দি!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥