• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চর্চায় থাকতে গলায় গামছা নিয়ে শ্রেয়া ঘোষালের গান, নেটপাড়ায় আবারও ভাইরাল রানু মন্ডল, রইল ভিডিও

Published on:

Ranu Mondal Singing Sherya Ghoshal Song

রানাঘাটের রানু মন্ডলকে (Ranu Mondal) সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রায় সবাই চেনে। একসময় লতাজির গাওয়া গান নিজের সুরেলা গলায় গেয়ে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিলেন তিনি। এতটাই ভাইরাল হয়ে পড়েন যে সোজা মুম্বাই থেকে ডাক আসে, রাতারাতি সেলিব্রিটি হয়ে পড়েন তিনি। তবে সেসব বেশিদিন টেকেনি, আবারো নিজের রানাঘাটের বাড়িতেই ফিরতে হয়েছে তাকে। তবে এবার আবারও লাইম লাইটে আসতে প্রস্তুত রানু মন্ডল।

বর্তমানে মাঝে মধ্যেই ইউটিউবারেরা রানুদির বাড়িতে হাজির হয়। তাদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া থেকে সাক্ষাৎকার পর্বের মাঝে গান গেয়েও শোনান রানু মন্ডল। সেই সমস্ত গানের ভিডিও সোশ্যাল মেডীতে শেয়ার করা হল তা ভাইরাল হয়ে পরে মুহূর্তের মধ্যেই। সেই সমস্ত ভিডিও প্রতিদিন দেখা যায় নেটপাড়ায়।

রানু মন্ডল,শ্রেয়া ঘোষাল,ভাইরাল ভিডিও,Shreya Ghoshl,Raun Mondal,Viral Video,Dhak Baja Kasor Baja,Elo Elo Ma Durga Ma

সম্প্রতি রানুদির এক পুরোনো ভিডিও বেশ আবারও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) গাওয়া জনপ্রিয় গান ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গান গাইতে দেখা যাচ্ছে রানু মন্ডলকে। নিজের বাড়িতেই সাধারণ পোশাকে গান গাইছেন তিনি, সাথে রয়েছে গলায় গামছা। অন্যদিকে ইউটিউবার সেই গান রেকর্ড করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

রানু মন্ডল,শ্রেয়া ঘোষাল,ভাইরাল ভিডিও,Shreya Ghoshl,Raun Mondal,Viral Video,Dhak Baja Kasor Baja,Elo Elo Ma Durga Ma

গান শুনেই বোঝা যাচ্ছে দুর্গাপুজোর সময়ের গান। আর ভিডিওটিও গতবছর দুর্গাপুজোর সময়ই রেকর্ড করা হয়েছিল। তবে সম্প্রতি সেই গান আবার নতুন করে ভাইরাল হয়েছে। গান শুনে নেটিজেনদের কেউ প্রশংসা করেছেন তো কেউ আবার মজা করেছেন। যদিও তাতে খুব একটা যায় আসে না রানুদির।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নিজের ওপর তৈরী হওয়া বায়োপিকের জন্য গান রেকর্ডিং করে ফেলেছেন রানুদি। বিখ্যাত গায়ক সিধুর সাথে গানের ট্রেনিং নিয়ে এসপ্তাহেই রেকর্ড করেছেন গান। রেকর্ডিং স্টুডিওতে পৌঁছানো মাত্রই তাকে ছেঁকে ধরেছিল সাংবাদিকেরা। একাধিক প্রশ্ন করা হয় তাকে, নিজেকে সামলে নিয়ে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

রানুদিকে প্রশ্ন করা হয়েছিল কে বেশি আন্তরিক হিমেশ নাকি সিধু? যার উত্তরে তিনি জানান, এটা আবার কোনো প্রশ্ন হল নাকি! সবাই সবার মত। কারোর সাথে কারোর তুলনা টানা মোটেও উচিত নয়। তাছাড়া সিধু তাকে অনেক সাহায্য করেছেন, বাড়িতে গিয়ে গান তোলা থেকে রেকর্ডিয়েও সাথে রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥