রানু মন্ডল (Ranu Mondal) নামটা সকলের কাছেই বেশ চেনা। রানাঘাটের স্টেশন থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর কন্ঠে লতা মঙ্গেশকরের গান মুগ্ধ করেছিল নেটিজেনদের। অনেকেই তাকে লতাকন্ঠী বলেও আখ্যা দেন। এরপর থেকে কেটে গেছে অনেকটা সময়। বর্তমানে নিজের পুরোনো হালেই ফিরেছেন রানুদি। তবে সম্প্রতি তাঁর একটি গানের ভিডিও বেশ ভাইরাল হতে দেখা গেল নেটপাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছিলেন রানু মন্ডল। ঘুরতে গিয়ে বিচের ওপর দিয়ে হাটতে হাটতেই গান ধরেছেন রানুদি। তবে দেখে যেটা বোঝা যাচ্ছে হাটতে হাটতেই সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেই সময়েই হয়তো কোনো একজনের অনুরোধে গান ধরেছেন রানু মন্ডল।
সমুদ্রের পাড়ে থাকার জেরে প্রচন্ড হাওয়ায় বইছে। আর সেই হাওয়াতে ঠিক মত শোনা যাচ্ছে না যে কি গান গাইছেন তিনি। তবে মাঝে ‘সাগর কিনারে দিল ইয়ে পুকারে’ সোনা গেছে রানু মন্ডলের গলায়। সুতরাং বোঝাই যাচ্ছে লতা মঙ্গেশকরের ‘সাগর’ ছবির সুপারহিট গানটি নিজের গলায় তুলে ধরেছেন রানু দি।
যদিও ভিডিওটি বেশ কিছুটা পুরোনো, তবে সম্প্রতি সেই পুরোনো ভিডিওই আবারও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে কমলা রঙের শাড়ি পরে খোলা চুলে হাসি মুখেই দেখা যাচ্ছে রানু মন্ডলকে। ভিডিওটি সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র নামের একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে রানু মন্ডলের গলায় একটি গান ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওই ভাগ্য বদলে দেয় তাঁর। ভিডিওটি হিমেশ রেশমিয়ার কাছে পৌঁছে যায়। তিনি রানা ঘাটের রানু মণ্ডলকে মুম্বাইতে নিয়ে আসেন। এরপর নিজে দায়িত্ব নিয়ে গান রেকর্ড করেন। এরফলে ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন তিনি।