• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানু মন্ডলের সাথে রূপঙ্করের গান, ‘আপনার থেকে ভালো’ ভাইরাল ভিডিওতে কটাক্ষ নেটিজেনদের

Published on:

Ranu Mondal Singing Hay Alla Yeh Ladka with Rupankar Bagchi Video

বিগত মঙ্গলবার কলকাতায় শো করতে এসে প্রয়াত হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী কেকে (KK)। তাঁর মৃর্ত্যুর পর থেকেই সর্বত্র তুমুল চর্চায় রয়েছেন অন্য আরেক গায়ক, হ্যাঁ ঠিকই ধরেছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। কেকে’র লাইভ শোয়ের উপচে পড়া ভিড় নিয়ে নেটপাড়ায় প্রশ্ন তুলেছিলেন তিনি। ‘Who is KK?’ এই প্রশ্নের জেরে আজ নেটিজেনদের তুমুল কটাক্ষ ও নিন্দার শিকার হয়েছেন তিনি।

একজন শিল্পী হলেও আরেকজন শিল্পীর সন্মান করতে শেখেননি, এত হিংসা কিসের! এমন হাজারো কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। কেকে কে? এই প্রশ্নের উত্তরে হাজারো নেটিজেন তথা কেকে অনুরাগীদের থেকে ইতিমধ্যেই অসংখ্যবার পেয়ে গিয়েছেন তিনি। তবে এবার বিতর্কের মাঝেই আবারও নতুন করে ভাইরাল হল রূপঙ্কর বাগচীর একটি পুরোনো ভিডিও। যেখানে তাঁর সাথে রয়েছেন জনপ্রিয় গায়িকা রানু মন্ডল (Ranu Mondal)।

Ranu Mondal singing with Rupankar Bagchi

রানু মন্ডল নামটা সকলের কাছেই বেশ চেনা। কপালের জোরে রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইয়ের ঝাঁ চকচকে বিনোদন জগতে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু বেফাঁস মন্তব্যের জেরে নেটিজনরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ আবারও নিজের রান্নাঘরের ভাঙাচোরা বাড়িতেই থাকছেন তিনি। মূলত ইউটিউবারদের দৌলতে এখনো লাইমলাইটে দেখা যায় তাকে।

সম্প্রতি রানু মন্ডল ও রূপঙ্কর বাগচীর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে ‘ইয়ে লড়কা হায় আল্লা ক্যায়সা হ্যায় দিওয়ানা’ গাইতে দেখা যাচ্ছে গায়িকাকে। কমলা পাড়সাদা রঙের শাড়ি পরে মাইকের সামনে বসে গান গাইছেন রানু। ঠিক পাশেই রয়েছেন গিটার হাতে গায়ক রূপঙ্কর। গানের তালে তালেই গিটার বাজাচ্ছেন তিনি।

আসলে কেকে এর প্রয়ানের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তীব্র কটাক্ষ কে হচ্ছে রূপঙ্কর বাগচীকে। তাঁর পুরোনো ভিডিও খুঁজে তাতে কমেন্ট করছেন নেটিজেনরা। যেমন কোনো এক পাড়ার অনুষ্ঠানে ‘Mio Amore’ গান গাওয়ার ভিডিও নিয়ে কটাক্ষ করা হচ্ছিলো তাকে। এবার সেই ভিডিওর পর রানু মন্ডলের সাথে গান গাওয়ার ভিডিও খুঁজে এনে তা নিয়েই চলছে কটাক্ষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥