• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানু মন্ডলের গলায় ‘যাবো না যাবো না ফিরে’, সুন্দর গানটার বারোটা বাজিয়ে দিল! কটাক্ষ নেটিজেনদের

Published on:

Ranu Mondal SInging Arijit Singh Famous Song Jabo Na Jabo Na Fire Viral Video

রানু মন্ডল (Ranu Mondal) ছোট্ট থেকে বড় সবাই এখন তাকে চেনে। একসময় লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন তিনি। লোকে লতাকন্ঠী নাম উপাধি দিয়েছিল তাকে। রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন তিনি। তবে সেদিনের জনপ্রিয়তা আজ আর নেই। এখন রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই ফিরেছেন রানুদি।

তবে আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যায় রানু মন্ডলকে। প্রায় দিনই ইউটিউবারেরা তার সাক্ষাৎকার (Ranu Mondal Interview)  নিতে যায়। তাদের অনুরোধে গান শোনানো থেকে নাচ করে দেখান তিনি। আবার মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য তো কখনো গালি গালাজ করতেও শোনা গিয়েছে তাকে। তবে সম্প্রতি আবারও একটি গানের জেরে ভাইরাল হয়ে গিয়েছেন রানু মন্ডল।

Ranu Mondal,Ranu Mondal Singing Jabo Na Jabo Na Fire,Arijit Singh,Jabo na Jabo na Fire,রানু মন্ডল,অরিজিৎ সিং,যাবো না যাবো না ফিরে,রানু মন্ডলের যাবো না যাবো না ফিরে গান,রানু মন্ডলের গান,Ranu Mondal Trolled for singing Jabo Na Jabo Na Fire

কিছুদিন আগেই টিভিতে একটি পোগ্রামে অরিজিৎ সিং এর লাইভ পারফর্মেন্সের ভিডিও মন ছুঁয়ে গিয়েছিল সকলের। বাংলার গর্ব অরিজিতের গলায় ‘যাবো না যাবো না ফিরে’ (Jabo Na Jabo Na Fire) গান মন্ত্রমুগ্ধ করেছিল সকলকেই। যতবারই শোনা যায় ততবারই একইরকম অনুভূতি মেলে। তবে এবার সেই গানই খালি গলায় গেয়ে শোনালেন রানু মন্ডল।

সম্প্রতি রানুদির একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে নাইটি পরে গলায় গামছা দিয়ে খালি গলাতেই গান ধরেছেন তিনি। মাইক হাতে নিয়ে ‘আর যাবো না যাবো না ফিরে’ গানটিকে প্রায় পুরোটাই গেয়ে শুনিয়েছেন তিনি। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে ইউটিবারদের অনুরোধেই এই গান গেয়ে শুনিয়েছেন রানু মন্ডল।

নেটপাড়ায় ভাইরাল হওয়া গান রানু মন্ডলের কন্ঠে শোনা যাবে না এমনটা তো আর হয় না। তাই এবার ইউটিউবারেরা পৌঁছে গিয়েছিল রানুদির গলায় ভাইরাল ‘যাবো না যাবো না ফিরে’ গান শুনতে। ভিডিওটি শেয়ার হওয়ার পর স্বাভাবিকভাবেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই গান শুনে প্রশংসা করেছেন। কিন্তু নেটিজেনদের অনেকেই আবার খেপে গিয়েছেন রানুদির এই গান শুনে।

https://youtu.be/ARDxgyIW3vg

কারোর মতে, ভালো গানটার বারোটা বাজিয়ে দিল। তো কেউ বলছেন, এই গানটাকেও ছাড়লো না। আবার কারোর মতে, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে কোনো তুলনাই হয় না। আসলে অরিজিতের কণ্ঠে গানটিকে শোনার পর অনেকেই রানু মন্ডলের এই গান পছন্দ করেননি। তবে রানু মন্ডল কিন্তু ইউটিউবারদের অনুরোধেই এই গান গেয়েছিলেন, সেটাও মনে রাখা প্রয়োজন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥