• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দেব, জিৎ আমার বাড়িতে এসেছিল চুল রং করতে’, রানুদির বেফাঁস মন্তব্যে হাসছে নেটপাড়া, দেখুন ভিডিও

রানু মন্ডল (Ranu Mondal) নামটা বর্তমানে সকলের কাছেই বেশ পরিচিত। একসময় নিজের সুন্দর গানের কণ্ঠের জন্য রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রানুদি। প্লাটফর্মে বসে থাকা রানুদির গানের ভিডিও ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছিল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার কাছে। কিন্তু জনপ্রিয় হওয়ার পর নিজের বেফাঁস মন্তব্যের জেরে আবারও পুরোনো হালেই ফিরেছেন তিনি। সম্প্রতি আবারো টলিউডের অভিনেতা দেব ও জিৎকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রানু মন্ডল।

রানাঘাটের স্টেশন থেকে মুম্বাইয়ের সফর , তারপর ‘তেরি মেরি’ গান রেকর্ড। তা সত্ত্বেও নিজের ব্যবহারের কারণে নেটিজেনদের কাছে অপ্রিয় হয়ে হারিয়ে গিয়েছেন তিনি। আজ আবারো রানাঘাটের নিজের ভাঙাচোরা বাড়িতেই ফিরেছেন তিনি। মাঝে মধ্যেই কিছু ভক্তরা, কিছু ইউটিউবারের তাঁর কাছে যায় ইন্টারভিউ নিতে। তাদের সাথে খাওয়া দাওয়া থেকে আড্ডা সবই চলে।

   

Ranu Mondal,Dev,Jeet,Ranu Mondal Hair Color,Ranu Mondal Funny Video,রানু মন্ডল,রানুদির ভিডিও,রানু মন্ডলের মজার ভিডিও

ইউটিউবারদের সাথে ভিডিও রেকর্ডিংয়ে সময় কখনো গান গেয়ে শোনান তো কখনো রান্না করে দেখান রানু দি। তবে সম্প্রতি রানুদির এক পুরোনো ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায় যেখানে এক অদ্ভুত দাবি করেছেন তিনি। রানুদির মতে, টলিউডের সুপারস্টার অভিনেতা দেব ও জিৎ নাকি তার কাছে চুল রং করতে এসেছিল।

Ranu Mondal,Dev,Jeet,Ranu Mondal Hair Color,Ranu Mondal Funny Video,রানু মন্ডল,রানুদির ভিডিও,রানু মন্ডলের মজার ভিডিও

এমন একখানা কথা শুনে যে ইউটিউবার ভিডিও রেকর্ড করছিলো সেও হেসে ফেলে। এরপর আবারও ভালো করে জিজ্ঞাসা করতেই রানুদি বলেন, হ্যাঁ আমার কাছে এসেছিলো চুল রং করতে। ব্ল্যাক কালার করে গেছে। আসলে যেখানে যায় ওখানে ভালো করে রং করে না সাদা সাদা থেকে গেছিলো।

এই ভিডিও নেটপাড়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে। আর রানুদির এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন করেছেন ভিডিওটি দেখার পর। তো অনেকেই কটাক্ষ করেছেন। এক নেটিজেনদের মতে, একসময় প্রতিভার জেরে ভাইরাল হয়েছিলেন ঠিকই তবে এখন নিজের উল্টোপাল্টা মন্তব্যের জেরে কমেডি কন্টেন্ট হয়ে গিয়েছেন রানু মন্ডল।