• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও বেফাঁস মন্তব্য করলেন রানু মন্ডল! ললিপপ খেতে গিয়ে কাঁচাবাদাম গায়কের সাথে দেখা, রইল ভিডিও

Published on:

Ranu Mondal,Bhuban Badyakar,রানু মন্ডল,ভুবন বাদ্যকর,Kacha Badam,কাঁচা বাদাম,ভাইরাল ভিডিও,viral Video,Ranu Mondal Bhuban Badyakar,Ranu Mondal Interview

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি রানাঘাটের স্টেশন থেকে মুম্বাইয়ের আমন্ত্রণ পেয়ে সেলেব্রিটি  হয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal)। তবে একসময় নিজের গানের জেরে ভাইরাল হলেও আজ পুরোনো জীবনেই ফিরতে হয়েছে তাকে। ইউটিউব বা ফেসবুকে প্রায়শই রানুদির দেখা মেলে ঠিকই তবে ভিডিওতে ট্রোলিং জোটে ভরপুর। সম্প্রতি ভাইরাল ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিয়ে মন্তব্যের জেরে ট্রোলের শিকার হলেন রানু মন্ডল।

নিজের গানের জেরে রাতারাতি ভাইরাল হয়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন রানুদি। সেখানে গান রেকর্ডিং করে কিছুটা অহংকারী হয়ে পড়েছিলেন তিনি, এমনটাই মন নেটিজেনদের বেশিরভাগের। এরপর ক্ষনিকের খ্যাতি ফুরিয়ে রানাঘাটের বাড়িতেই ফেরেন তিনি। তবে বর্তমানে কেমন আছেন তিনি তার সাথে আড্ডা দিতে একাধিক ইউটিউবার হাজির হয় বাড়িতে। তাদের সাথে কথা বলতে গিয়েই মাঝে মধ্যেই কিছু উল্টো পাল্টা মন্তব্য করে বসেন তিনি।

Ranu Mondal,Bhuban Badyakar,রানু মন্ডল,ভুবন বাদ্যকর,Kacha Badam,কাঁচা বাদাম,ভাইরাল ভিডিও,viral Video,Ranu Mondal Bhuban Badyakar,Ranu Mondal Interview

ইতিমধ্যেই রানু মন্ডলের কাহিনী নিয়ে তৈরী হচ্ছে বায়োপিক। আর তাঁর ওপর তৈরী হওয়া বায়োপিকের জন্য নিজেই গান রেকর্ডিং করেছেন রানু মন্ডল। গতসপ্তাহের রবিবারেই হয়েছে গানের শুটিং। এরপর টিভি চ্যানেলের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যেখানে নানা প্রশ্নের ভিড়ে বর্তমানে ভাইরাল বা ট্রেন্ডিংয়ে থাকা কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকরের কথা জিজ্ঞাসা করা হয়েছে রানুদিকে।

বাদাম কাকুর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রানু মন্ডল বলেন, ‘ভুবন বাবুর সাথে দেখা হয়েছে। ভুবনবাবুর মতোই দেখতে এক কমবয়সীকে দেখলে জেক তাঁর মতোই দেখতে। যখন দেখা হয়েছিল তখন আমি ললিপপ খাচ্ছিলাম। তিনি একটা টর্চের মত দেখতে একটা স্পিকার নিয়ে এসেছিলেন’।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয় নিয়ে মুখ খুলেছেন গায়িকা। তিনি জানান, ‘আমি চাইনা কাউকে নিয়ে কটূক্তি করতে বা খারাপ ব্যবহার করতে। কিন্তু ১০-১৫ জন মাইল ক্যামেরা আর মাইক নিয়ে ঘিরে ধরে একাধিক প্রশ্ন করে উত্যক্ত করলে সামলাতে পারি না। অবশ্য তারাও সেটাই চায়। সেই ভিডিও ইনেরনেটে ছেড়ে দিলেই যে ভাইরাল হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥