• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘরের ভেতরেই পটি করেন রানু মন্ডল! ইন্টারভিউ নিতে গিয়ে করতে হল বাথরুম পরিষ্কার, দেখুন ভিডিও

Published on:

Ranu Mondal says she does toilet inside house video

রানু মন্ডল (Ranu Mondal) ছোট্ট থেকে বড় সবাই এখন তাকে চেনে। একসময় লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন তিনি। লোকে লতাকন্ঠী নাম উপাধি দিয়েছিল তাকে। রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন তিনি। তবে সেদিনের জনপ্রিয়তা আজ আর নেই। এখন রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই অভাবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন রানু মন্ডল।

তবে আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যায় রানু মন্ডলকে। প্রায় দিনই ইউটিউবারেরা তার সাক্ষাৎকার (Ranu Mondal Interview)  নিতে যায়। তাদের অনুরোধে গান শোনানো থেকে নাচ করে দেখান তিনি। তবে এসব যেমন হয় তেমনি মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য তো কখনো গালি গালাজ করতেও শোনা গিয়েছে তাকে। কিন্তু এবার রানুদি যেটা বললেন সেটা শুনে চোখ কপালে অনেকেরই।

Ranu Mondal

ঘরের ভেতরেই নাকি পায়খানা বাথরুম করেন রানু মন্ডল। হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি কিছু ইউটিউবারেরা গিয়েছিল রানু মন্ডলের বাড়িতে তাদেরকে নিজের মুখেই এই কথা জানিয়েছেন তিনি। আসলে তার বাড়িতে গিয়ে তারাই জিজ্ঞাসা করে যে কোথায় বাথরুম ও শৌচকর্ম করেন তিনি। তখন তিনি জবাব দেন যে এই তো ঘর থেকে বেরিয়ে বারান্দাতেই বাথরুম পায়খানা করি।

Ranu Mondal poty inside house

এই শুনেই তাকে প্রশ্ন করা হয় যে কেন এমনটা করেন তিনি? তার ঘরে কি বাথরুম নেই নাকি বাথরুম এ কোনো সমস্যা? এরপর রানুদি জানান সিঁড়ির নিচে বাথরুম রয়েছে ঠিকই কিন্তু বাথরুমে যাওয়ার জন্য যে কোল্যাপসেবল গেট রয়েছে সেটা খোলাই যায় না, জাম হয়ে গেছে। তাছাড়া দীর্ঘদিন ধরে যাওয়া হয়না বলে নোংরাও হয়ে গিয়েছে বাথরুম।

রানুদির মুখে এই কথা শোনার পর যারা ভিডিও করতে গেছিলো তারাই উদ্যোগ নেই গেট খোলার জন্য। অনেক কষ্টে ধীরে ধীরে কোল্যাপসেবল গেট খুলতে সক্ষম হয় তারা। এরপর বাথরুমে গিয়ে দেখা যায় সেখানে গাছ গজিয়ে গেছে আর নোংরায় ভর্তি হয়ে রয়েছে। তারপর ঝাঁটা নিয়ে পরিষ্কারও করে দেয় ওই ছেলেরাই।

রানু মণ্ডলের এই ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়েছে। আর স্বাভাবিকভাবেই নিমেষের মধ্যে এমন একটা কাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। এমনিতেই বেফাঁস মন্তব্যের জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন তিনি। এবার হয়তো এই ভিডিও আবারও নতুন করে ভাইরাল করে তুলবে তাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥